দেখতে দেখতে ৪০ এ পা, গান ছাড়াও শ্রেয়ার আয়ের উৎস কী? কত কোটির মালিক এই গায়িকা?
১২ মার্চ শ্রেয়া ঘোষালের ৪০তম জন্মদিন। জাতীয় পুরস্কারজয়ী এই সংগীতশিল্পী দুই দশকেরও বেশি সময় ধরে তাঁর সুরেলা কণ্ঠে মুগ্ধ করে আসছেন শ্রোতাদের।
কর্মজীবন:
২০০২ সালে সঞ্জয়লীলা বনশালীর দেবদাস ছবির গান গেয়ে বলিউডে ডেবিউ করেন।
তিন হাজারেরও বেশি গান গেয়েছেন বাংলা, হিন্দি, অসমিয়া, ভোজপুরী, তেলুগু, তামিল, ওড়িয়া, গুজরাতি, কন্নড়, মারাঠি, মালায়ালি, নেপালি সহ একাধিক ভাষায়।
জাতীয় পুরস্কার সহ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতেছেন।
ভারতীয় তারকা হিসাবে ফোর্বস সেলিব্রিটি ১০০-এর মধ্যে স্থান পেয়েছেন।
আয়ের উৎস:
পেশাদার সংগীতশিল্পী
স্টেজ পারফরমার
সুরকার
গানের রিয়্যালিটি শো-র বিচারক (স্টার ভয়েস অফ ইন্ডিয়া, এক্স ফ্যাক্ট ইন্ডিয়া, ইন্ডিয়ান আইডল জুনিয়র)
সম্পত্তি:
সূত্রের খবর অনুযায়ী, শ্রেয়ার ২৪০ কোটি টাকার সম্পত্তির মালিক।
সাম্প্রতিক ঘটনা:
২ ডিসেম্বর কলকাতায় কনসার্ট করেছিলেন।
দশম অবতার ছবির বাউণ্ডুলে ঘুড়ি গানটি গেয়ে শ্রোতাদের মন জয় করেছেন।
শ্রেয়া ঘোষাল কেবল একজন অসাধারণ গায়িকাই নন, বরং একজন প্রেরণা। তাঁর কঠোর পরিশ্রম এবং প্রতিভা তাঁকে ভারতীয় সংগীতজগতের এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
শুভ জন্মদিন শ্রেয়া!