‘দিদি নম্বর ওয়ান’ থেকে রচনা ব্যানার্জীর আয় কত? একঝলকে দেখেনিন
সিনেমা জগৎ থেকে দূরে আছেন সে অনেকদিন হলো। তাই বলে তিনি পর্দার আড়ালে চলে যাননি। সবার মধ্যমণি হয়ে আছেন জনপ্রিয় টেলিভিশন গেইম শো ‘দিদি নম্বর ওয়ান’তে। রচনার প্রাণবন্ত সঞ্চালনায় মুগ্ধ সবাই। তবে নতুন প্রশ্ন, রচনা ব্যানার্জীর আয় কত?
সঞ্চালনা থেকে শুরু করে নিজের শাড়ির ব্যবসা। পাশাপাশি বিভিন্ন ইভেন্ট থেকে ডাক পেয়ে থাকেন তিনি। শো করে থাকেন বিভিন্ন জায়গায়।
সোশ্যাল মিডিয়ায় সার্চ করলে বা গুগলে উত্তর খুঁজলে চোখে পড়ে রচনার এপিসোড। প্রতি এপিসোডে তিনি পারিশ্রমিক নিয়ে থাকেন ১ থেকে ২ লাখ টাকা।
যদিও এর সত্যতা যাচাই করে দেখেনি কেউ। তবে তার পারিশ্রমিক যে নেহাতই কম নয়, তা কম বেশি সবার জানা।
রচনা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ভক্তদের মনে উত্তেজনার পারদ কম নয়। বয়স যেন তার কিছুতেই বাড়ে না। একের এর পর এক ভালো ছবি সবাইকে উপহার দিয়েছেন তিনি। বলিউডে গিয়েও নিজের ছাপ রেখেছেন।
তবে একটা সময়ের পর রচনা বন্দ্যোপাধ্যায় অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন। ২০১২ সাল থেকে দিদি নম্বর ওয়ান-এ সঞ্চালকের কাজ শুরু করেছিলেন রচনা। তখন থেকেই দর্শকদের নজরের কেন্দ্রবিন্দুতে তিনি।