‘দিদি নং ১’-এ এসে রচনার কাছে নালিশ, ‘বয়স বাড়লেও বিয়ে করছে না ছেলে’ জানালেন অভিনেতা হানির মা
ছোট পর্দার জনপ্রিয় মুখ অভিনেতা হানি বাফনা। তিনি বর্তমানে জি বাংলার সোহাগ জলে অভিনয় করছেন । তিনি “বকুল কথা”, “প্রথম কাদম্বিনী” এর মত বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন।
কিছুদিন আগে অভিনেতা সোহাগ জল তার মায়ের সঙ্গে দিদি নং-এ এসেছিলেন। রচনা ব্যানার্জি অভিনেতার মায়ের সাথে কথোপকথন করেছিলেন।
হানির মা সেদিন অভিনেতাকে বলেছিলেন, “দিদি ওঁকে একটু বিয়ের জন্য বোঝান, আমার কথা কিছুতেই শোনে না”।অভিনেতার মা অভিযোগ করেন যে তার বয়স হওয়া সত্ত্বেও হানি কখনো বিয়ে করেননি।
হানিকে রচনা প্রশ্ন করায় এড়িয়ে যান অভিনেতা। হানির উত্তর দেওয়ার আগেই তার সহ-অভিনেত্রী শ্রীতমা বলেন, ‘ও বলেছে বিয়ে করবে না’। এরপর হানি বলেন, “তার এক সহঅভিনেতা এত বছরেও যখন বিয়ে করেননি, তাই তিনিও করেননি। তার থেকেই অনুপ্রাণিত”। অভিনেতার কথা শুনে হাসি থামেনা রচনার । যা দেখে মন জয় হয় দর্শকদের।
View this post on Instagram