বিনোদন

ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচয় হৃতিক-সাবার! ফাঁস গোপন তথ্য

নিক জোনাস-প্রিয়াঙ্কা চোপড়ার পর ফের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আরও এক জুটি গড়ে তোলার পথে! তেমনটাই মনে করছে একাংশ। আসলে বলিউডে কেউ ডেট শুরু করলে সেই খবর ছড়িয়ে পড়ে নিমেষে। আর ব্যক্তিটি যদি হন ‘গ্রিক গড’ হৃতিক রোশন, তাহলে তা ছড়িয়ে পড়তে মোটেই সময় লাগে না।

বলিউডে কান পাতলে গুঞ্জন শোনা যাচ্ছে, অভিনেতা হৃতিক রোশনের জীবনে নতুন প্রেম এসেছে। তার সঙ্গে নাম জুড়েছে অভিনেত্রী সাবা আজাদের। দু’জনের ‘সম্পর্ক’ এখন টক অব দ্য টাউন। কিন্তু কী করে একে অপরের কাছে এলেন তারা- সেই প্রশ্ন ঘুরছে অনুরাগী মহলে। শোনা যাচ্ছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নাকি কিউপিডের কাজ করেছে তাদের জীবনে!

জানুয়ারি মাসে এক রেস্তোরাঁ থেকে হাত ধরাধরি করে বের হতে দেখা যায় হৃতিক-সাবাকে। সেই থেকেই শুরু দু’জনের প্রেমের চর্চা। এরপর একাধিকবার পাপারাজ্জিদের লেন্সবন্দি হন তারা। ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী, সূত্রের খবর, ‘গত ২-৩ মাস ধরে একে অপরকে ডেট করছেন হৃতিক-সাবা। গুজব রটেছে একটি ডেটিং অ্যাপ মারফত পরিচয় হয় তাদের। সেখান থেকে সব শুরু। প্রকৃতপক্ষে টুইটারের মাধ্যমে তাদের পরিচয়’।

সূত্র আরও জানিয়েছেন, টুইটারে একে অপরের ছবিতে লাইক এবং রিটুইটের মাধ্যমে পরিচিত সার্কেলের মধ্যে এসে পড়েন তারা। এরপরই ব্যক্তিগত মেসেজে কথা শুরু হয়। যদিও ‘সম্পর্ক’ নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি হৃতিক।

অপর এক সূত্র বলছে, ‘অন্যদের মতো নিজেদের সম্পর্ক লুকোচ্ছেন না তাকরা। এইটা সত্যিই প্রশংসনীয়। সকলেরই খুশি থাকার অধিকার রয়েছে। লোকেরা সাবাকে ‘জাজ’ করছে এবং ‘ভাগ্যবান হওয়ার’ জন্য হিংসা করছে। কিন্তু অনেকের বোঝা উচিত তারা উভয়েই প্রাপ্তবয়স্ক। তিনি নিজেই একজন প্রতিভাবান গায়িকা এবং অভিনেত্রী। দুজনেরই জনমানসে একটা পরিচয় রয়েছে। উভয়েরই দার্শনিক মন এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি রয়েছে। সম্ভবত এটিই তাদের এক করেছে’।

সাবা আজাদের আসল নাম সাবা সিং গ্রেওয়াল। সাবা একজন মডেল, গায়িকা ও অভিনেত্রী। ২০০৮ সালে বলিউডের সিনেমা ‘দিল কাবাডি’ দিয়ে ডেব্যু। ২০১১ সালে অভিনয় করেছেন ‘মুঝসে ফ্রেন্ডশিপ করোগে’ সিনেমাতে। ২০২১ সালে অভিনয় করেছেন ‘ফিলস লাইক ইশক’ ছবিতে। সাবা একটি ব্যান্ডেরও অংশ। তিনি এর আগে নাসিরুদ্দিন শাহের ছেলে ইমাদ শাহের সঙ্গে দুই বছরেরও বেশি সময় ধরে সম্পর্কে ছিলেন।

Back to top button