ডিভোর্স হলেও বিয়ের গয়না ফেরত দিচ্ছে না জিতু, বিস্ফোরক নবনীতা
নতুন বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের অভিনেতা জিতু কমল। নিজের বিয়ের খবর জানিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করেন অভিনেতা। তিনি লিখেন, ‘আমরা বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছি ২৫ মার্চ। অপ্রত্যাশিতভাবে আমার পরিবার এতে খুশি, আমিও তাই।’ না। তিনি বিয়ে করছেন না। এমন পোস্টটি করেছেন নিছক মজা থেকে।
নবনীতার সঙ্গে জিতুর বিবাহবিচ্ছেদ হয়েছে ২০২৩ সালের ১৭ নভেম্বর। তার অনেক আগে থেকেই আলাদা থাকছেন জিতু-নবনীতা।
সম্প্রতি বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুলেন নবনীতা। তিনি বলেছেন, ‘আমাদের আগের বছর নভেম্বরের ১৭ তারিখে ডিভোর্স হয়েছে। ও নাকি মজা করে পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ায়। আমাকে তো অনেক আগেই ব্লক করে রেখেছে সামাজিক মাধ্যমে। আপনাদের থেকেই শুনলাম জিতু মস্করা করেছেন বিয়ে নিয়ে। কারও থেকে কপি করে পোস্ট করেছেন বোর লাগছে বলে। ওর জীবনে কেউ আছেন কি না সেটাই জানি না। আমাদের আইনি বিষয়েই কথা হয়।’
জিতুর কাছে তার বিয়ের গয়না রয়েছে জানিয়ে নবনীতা বলেছেন, ‘এই ডিভোর্সটা থেকেই আমি বেরিয়ে আসতে পারলাম না। কিছু আইনি বিষয় এখনও আটকে রয়েছে।’ জিতুর থেকে কোনও খোরপোশ দাবী করেননি নবনীতা, তেমনটাই দাবী করেছেন। বলেছেন, ‘আমার অনেক জিনিস জিতুর কাছে রয়েছে। আমার বিয়ের গয়না ওর কাছেই আছে। ডিভোর্সের আগে বলত জিতু সব দিয়ে দেব। কিন্তু এখনও পর্যন্ত আমি আমার গয়না ফেরত পাইনি।’
নবনীতা-জিতুর জয়েন্ট লকারে ছিল গয়না। নবনীতার দাবী, জিতু পরবর্তীতে নাকি জানিয়েছেন, জয়েন্ট লকারে কোনও গয়না নেই। যৌথভাবে একটি ফ্ল্যাট কিনেছিলেন নবনীতা-জিতু। সেই অ্যাপার্টমেন্ট তিনি লিখে দিয়েছেন জিতুর নামে।