বিনোদন

‘ছিল রুমাল হল বেড়াল’! ‘পুনম তো এনজয় করছে’, নিজেকে মৃত ঘোষণার নেপথ্য কারণ কী? কি বলছে দেহরক্ষী

পুনম পান্ডে: মৃত্যু নাটক, নাকি প্রচারের নতুন কায়দা?
২ ফেব্রুয়ারি, বিতর্কিত মডেল ও অভিনেত্রী পুনম পান্ডের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর নেটপাড়ায় শোরগোল পড়ে যায়। অভিনেত্রীর ম্যানেজার পুনমের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে জরায়ুর ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর জানান। কিন্তু বেলা গড়ানোর সাথে সাথে মৃত্যু ঘিরে রহস্যের জাল বুনতে শুরু করে।

কানপুরে শেষ কৃত্য হওয়ার কথা থাকলেও, কোন তথ্য পাওয়া যায় না। মুম্বই থেকে কানপুর পর্যন্ত কোন ক্যান্সার হাসপাতালে পুনমের নাম নেই। এই রহস্যকে আরও ঘনীভূত করে ফিল্ম সমালোচক উমায়ের সান্ধু। ট্যুইটে তিনি স্পষ্ট জানান যে, পুনম বেঁচে আছেন।

উমায়ের সান্ধু পুনমের তুতো বোনের সাথে কথা বলার পর ট্যুইটে লেখেন, “পুনম তো বেঁচে আছেন। মৃত্যুর খবরটা উপভোগ করছেন তিনি। এটা প্রচারে থাকার এক অভিনব কায়দা।”

মৃত্যুর খবর রটে যাওয়ার একদিনের মধ্যেই আবার বেঁচে থাকার খবর! ‘ছিল রুমাল হল বেড়াল’-র মতো ঘটনা। কিন্তু পুনমের এই কাণ্ড নেটপাড়ায় তীব্র সমালোচনার ঝড় তুলেছে। ক্যানসারের মতো অসুখকে হাতিয়ার করে প্রচারে থাকা নিম্ন মানসিকতা বলে মন্তব্য করেছেন অনেকে।

পুনমের দেহরক্ষী আমিন খানও মৃত্যুর খবরে হতভম্ব। তিনি বলেন, “এই খবরটা বিশ্বাস করতে পারছি না। ওঁর বোনের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। ৩১ জানুয়ারি রোহিত ভার্মার সঙ্গে ফটোশ্যুটও করেছে। ওকে তো একদম ফিট অ্যান্ড ফাইন মনে হয়েছিল।”

২০১১ সালের ফটোশ্যুট থেকে পুনমের সাথে থাকা আমিন জানান, অভিনেত্রী শরীর-স্বাস্থ্য নিয়ে সচেতন ছিলেন। ব্যক্তিগত ট্রেনারও ছিল। মদের নেশাও ছেড়ে দিয়েছিলেন। পুনমের বাড়িতে অস্বাভাবিক কিছু না দেখে আমিন মৃত্যুর খবরে হতভম্ব।

এই ঘটনার পর পুনমের উদ্দেশ্য নিয়ে নানা প্রশ্ন উঠছে। প্রচারের জন্য মৃত্যুর নাটক, নাকি অন্য কোন রহস্য লুকিয়ে আছে?

আমাদের সাথে থাকুন, এই রহস্যের সমাধান সম্পর্কে আপডেট পেতে।

Back to top button