“চুপ কেন? ‘আপনাদের ইন্ডাস্ট্রি মদ্যপ-খুনি বলে?” ঠাকুরপুকুর-কাণ্ডে ক্ষোভে ফুঁসে উঠলেন কুণাল

ঠাকুরপুকুরে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে প্রাণহানির ঘটনায় অভিযুক্ত তারকারা কেন এখনও গ্রেফতার হননি, সেই প্রশ্ন তুলে এবার ক্ষোভে ফেটে পড়লেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। শুধু তাই নয়, আরজি কর মেডিক্যাল কলেজ (RG Kar) হাসপাতালের ঘটনার প্রসঙ্গ টেনে এনে তিনি প্রশ্ন তোলেন, ঠাকুরপুকুরে একজনের মৃত্যুর পরেও কেন টলিউডের ‘বিপ্লবীরা’ কোনও প্রতিবাদ করছেন না?
উল্লেখ্য, গত রবিবার ঠাকুরপুকুরে এক বেপরোয়া গাড়ির ধাক্কায় প্রায় ছয় থেকে সাতজন আহত হন এবং একজনের মৃত্যু হয়। পুলিশ সূত্রে জানা যায়, এই ঘটনায় টলিউডের একাধিক পরিচিত মুখের নাম জড়িয়েছে। পরবর্তীতে অভিযুক্তদের মধ্যে দু’জনকে আদালত জামিনও দিয়েছে। এই প্রেক্ষিতেই বুধবার কুণাল ঘোষ তাঁর ফেসবুক পোস্টে কড়া ভাষায় আক্রমণ শানান।
কুণাল ঘোষ সরাসরি প্রশ্ন তোলেন, “যাঁরা বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে একজন মানুষের প্রাণ কেড়ে নিয়েছে তাঁদের এখনও কেন গ্রেফতার করা হল না?” বস্তুত, কিছুদিন আগে আরজি কর মেডিক্যাল কলেজে এক মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের ঘটনায় টলিউডের বহু তারকা পথে নেমেছিলেন এবং ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান তুলেছিলেন। এমনকি ‘রাত দখলের’ মতো প্রতিবাদ কর্মসূচিতেও অংশ নিয়েছিলেন তাঁরা। সেই প্রসঙ্গ টেনে কুণাল ঘোষ প্রশ্ন তোলেন, ঠাকুরপুকুরের ঘটনায় একজনের প্রাণহানির পরেও কেন টলিউডের শিল্পীরা ‘চুপ’ করে আছেন? তিনি লেখেন, “টলিউডের বিপ্লবীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’ বলে মোমবাতি হাতে নামছেন না কেন?” এর সঙ্গে তিনি আরও যোগ করেন, “আপনাদের ইন্ডাস্ট্রি মদ্যপ, খুনি বলে?”
কুণাল ঘোষের এই মন্তব্য ফের একবার টলিউডের তারকাদের প্রতি তাঁর ক্ষোভ স্পষ্ট করে তোলে। এর আগেও আরজি করের ঘটনার সময় প্রতিবাদে নামা কিছু তারকাকে তিনি সমালোচনা করেছিলেন। তাঁর অভিযোগ ছিল, প্রতিবাদের নামে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করা হয়েছে এবং সেই সকল তারকাদের TMC-র মঞ্চে কোনও রকম অনুষ্ঠানে অংশ নেওয়া উচিত নয় বলেও তিনি মন্তব্য করেছিলেন। বুধবার ফের ঠাকুরপুকুর কাণ্ডে সরব হয়ে কুণাল ঘোষ টলিউডের নীরবতাকে নিশানা করলেন।