‘গদর ২’ সাফল্য পেতে না পেতেই ‘গদর ৩’ নিয়ে শুরু চিন্তা ভাবনা!
২০০১ সালে মুক্তিপ্রাপ্ত গদর এক প্রেম কথা ছবিটি ভারত-পাকিস্তান বিভাজনের প্রেক্ষাপটে এক পঞ্জাবি যুবক এবং মুসলিম মহিলার প্রেমের গল্প বলে। ছবিটি বক্স অফিসে সাফল্য লাভ করে এবং ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত গদর ২ ছবিটিও দর্শকদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পায়।
গদর ২ ছবির সাফল্যের পর এবার গদর ৩ নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়েছে। জেড স্টুডিয়োজ ইতিমধ্যেই ছবির জন্য প্রাথমিক চুক্তিপত্র সই করেছে। ছবির পরিচালক এবং তাঁর টিম ছবির প্রেক্ষাপট নিয়ে ভাবনাচিন্তা করছেন।
গদর ৩ ছবিতে আবারও তারা সং, সাকিনা এবং জিতের গল্প দেখা যাবে। তবে এবারের গল্পটি আগের দুটি ভাগের তুলনায় বেশি গুরুতর হবে বলে জানা গিয়েছে।
বর্তমানে সানি দেওল লাহোর ১৯৪৭ ছবির কাজে ব্যস্ত। তিনি ফেব্রুয়ারি মাসে এই ছবিটির শুটিং করবেন। এছাড়াও রামায়ণে নাকি তাঁকে হনুমানের চরিত্রে দেখা যেতে পারে। তবে তিনি সেটা করলেও, বর্ডার ছবির সিক্যুয়েলের পর করবেন বলেই জানা গিয়েছে।
গদর ৩ ছবির বিষয়বস্তু এবং মুক্তির তারিখ এখনও জানা যায়নি। তবে ছবির পরিচালক এবং প্রযোজকরা আশা করছেন যে, এই ছবিটিও দর্শকদের কাছে জনপ্রিয় হবে।