কোরোনাভাইরাস আতঙ্কে পিছিয়ে যেতে পারে অক্ষয়-ক্যাটরিনার ‘সূর্যবংশী’
গোটা বিশ্ব কাঁপছে কোরোনাভাইরাস আতঙ্কে।আর এবার কোরোনাভাইরাসের আতঙ্ক বলিউডেও।অভিনেতা সালমান খান তার ‘রাধে’ ছবির শুটিং বন্ধ রেখেছেন। বলিউডের সব তারকা শিল্পীদের মাস্ক ব্যবহার করতে দেখা গিয়েছে । আর এবার করোনা আতঙ্কে অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ জুটির ‘সূর্যবংশী’ছবিটির মুক্তি পিছিয়ে যাচ্ছে।
জানা যায়, ‘সূর্যবংশী’ ছবিটি ২৭ মার্চ মুক্তি পাবে বলে প্রথমে ঠিক করা হয়েছিল। কিন্তু তারপর ছবির মুক্তি এগিয়ে আসে। তবে এখন শোনা যায় ছবিটি মুক্তি পাবে ২৪ মার্চ। কারণ, ২৫ মার্চ মুম্বাইয়ে ছুটির দিন। তাই ব্যবসায়িক সাফল্যের কথা মাথায় রেখে এই দিনটিকেই মুক্তির দিন হিসেবে বেছে নেন প্রযোজকরা।
কিন্তু করোনার কারণে প্রযোজক এখন দ্বিধায় রয়েছেন। ছবির মুক্তির তারিখ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। পরিচালক রোহিত শেঠির ‘পুলিশি’ফ্র্যাঞ্চাইজিতে ‘সূর্যবংশী’চতুর্থ সংযোজন। এর আগে রণবীর সিংয়ের সঙ্গে ‘সিম্বা’ এবং অজয় দেবগণের সঙ্গে ‘সিংহাম’ ও ‘সিংহাম রিটার্নস’ করেছেন।’সূর্যবংশী’ ছবিতে সন্ত্রাস দমন শাখার এক অফিসারের ভূমিকায় দেখা যাবে অক্ষয়কে। চরিত্রের নাম ‘বীর সূর্যবংশী’।