‘কে বলে নারীকেন্দ্রিক ছবি চলে না?’, বললেন ‘গাঙ্গুবাঈ’ নির্মাতা বানসালি
বক্স অফিসে দারুণ ব্যবসা করছে সঞ্জয়লীলা বানসালির গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি। নারী কেন্দ্রিক ছবি এটি। আর তাই, নারীকেন্দ্রিক ছবি ব্যবসা করতে পারে না, এই গতানুগতিক ধারণায় বিশ্বাসী নন নির্মাতা।
ইন্ডিয়া টাইমসে দেয়া সাক্ষাৎকারে বানসালি বলেছেন, ‘কে বলে এই দেশে নারীকেন্দ্রিক ছবি চলে না? কে বা কারা বলে যে এই ছবি কেউ দেখতে যাবে না?’
নির্মাতা বলেন, ‘নারীদের নানা রূপ আছে, এগুলো পর্দায় তুলে ধরতে হবে। কয়েক দশক পেছনে তাকান, বিমল রায় কাজ করেছেন সুজাতা ও বন্দিনী নিয়ে। রাজ কাপুর রাম তেরি গঙ্গা মায়লি, ববি করেছেন। অনেক নির্মাতাই সুন্দর কিছু কাজ করেছেন। ভি শান্তরাম জি স্ট্রে’র মতো ছবি করেছেন। মাহবুব খান করেছেন মাদার ইন্ডিয়া। তাহলে এখনও কেন নারীকেন্দ্রিক ছবি এত কম তৈরি হচ্ছে? আমি বুঝতে পারি না।’
সঞ্জয়লীলা বানসালি এরপর বলেন, ‘সবসময় শোনা যায় এটা হিরো ইন্ডাস্ট্রি। আমি জানি না কারা এসব ছড়ায়। এই ইন্ডাস্ট্রিতে হিরোদের পেছনে পয়সা ঢালো, হিরোইনদের পেছনে পয়সা খরচ করো না- এসব কথা আসে কোথা থেকে? আমি বুঝি না এসব চিন্তা কেমন করে আসে? হিরোকেন্দ্রিক ছবি বেশি চলে, এটা সত্যি নয়!’
বানসালি মনে করেন গুটিকয়েক মানুষ এসব ভুল ধারণা পোষণ করে এবং প্রচার করে। এতে ইন্ডাস্ট্রি সম্পর্কে মানুষের মনে ভুল ধারণা তৈরি হয়।