বিনোদন

কেন রাম মন্দিরের উদ্বোধনে ছিলেন না কমল হাসান? অবশেষে নিজেই জানালেন কারণ

ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় বিশাল প্রাঙ্গণে ১৮০০ কোটি টাকারও বেশি খরচ করে তৈরি করা হয়েছে হিন্দু দেবতা রামচন্দ্রের মন্দির। গত সোমবার (২২ জানুয়ারি) ছিল সেই মন্দিরের উদ্বোধন।

রামলালার ‘প্রাণপ্রতিষ্ঠা’ অনুষ্ঠানে অযোধ্যায় ভিড় জমিয়েছিলেন হাজার হাজার ভক্ত। আমন্ত্রিতদের মাঝে রাজনীতিবিদ থেকে শুরু করে ছিলেন বলিউড অভিনেতা-অভিনেত্রী ও ক্রীড়া ব্যক্তিত্ত্বরা।

যে তালিকায় ছিলেন অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, মাধুরী দিক্ষীত, কঙ্গনা রানাউত, অনুপম খের, আলিয়া ভাট রণবীর কাপুর, ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফসহ আরও অনেকে।

ভারতের ঐতিহাসিক ওই অনুষ্ঠানের সাক্ষী থাকতে অযোধ্যায় হাজির হয়েছিলেন রজনীকান্ত, চিরঞ্জীবী, রাম চরণের মতো দক্ষিণী তারকারাও। তবে দক্ষিণী চলচ্চিত্র জগতের মেগাতারকা কমল হাসনকে দেখা যায়নি রাম মন্দিরের উদ্বোধনে।

কেন রামলালার ‘প্রাণপ্রতিষ্ঠা’ অনুষ্ঠানে হাজির হননি এই তারকা, সেটা জানিয়েছেন কমল নিজেই। অভিনেতার ভাষায়, ‘৩০ বছর আগে আমার যে মত ছিল এই বিষয়ে, এখনও সেটাই রয়েছে।’

৩০ বছর আগে কী বলেছিলেন এই তারকা? সেটা জানতে হলে দেখতে হবে অযোধ্যার ইতিহাস। প্রায় ৩২ বছর আগে ১৯৯২ সালে অযোধ্যায় বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়। সে সময় মসজিদ ভাঙনের বিরোধীতা করে মুখ খুলেছিলেন কমল হাসান। ‘বিক্রম’ খ্যাত এই অভিনেতা বলেছিলেন, ‘তাঞ্জোর মন্দির বা ভেলঙ্কন্নি গির্জা যেমন আমার আপন, বাবরি মসজিদও তেমনই আপন।’

ধর্মীয় ও সাম্প্রদায়িক মেরুকরণ নিয়ে বরাবরই স্পষ্টভাষী কমল হাসান। সম্প্রতি সময়ে মুক্তিপ্রাপ্ত একাধিক ধর্মীয় মেরুকরণের ছবি নিয়েও কঠোর সমালোচনা করেছেন তিনি। ‘দ্য কাশ্মীর ফাইল্‌স’ থেকে শুরু ‘দ্য কেরালা স্টোরি’— সিনেমার বিরোধীতা করে কথা বলতেও পিছপা হননি এই তারকা।

Back to top button