বিনোদন

কাঞ্চন অতীত! ভালোবাসার মানুষের গালে গাল ঠেকিয়ে ছবি পোস্ট পিঙ্কির, মুহূর্তেই ভাইরাল ছবি

গত এক সপ্তাহ ধরে টলিপাড়া, মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় শ্রীময়ী চট্টরাজ এবং উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিকের বিয়েই ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। বিয়ের আগে কাঞ্চন ও শ্রীময়ীকে নিয়ে মুখ খুলেছিলেন বিধায়কের দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। তার পাল্টা হুঁশিয়ারি দিয়ে শ্রীময়ীও বলেছিলেন, “কুদৃষ্টি দেবেন না”।

পিঙ্কির সাম্প্রতিক দেওয়া একটি সাক্ষাৎকারের ভিডিয়ো আপাতত ভাইরাল সোশ্যাল মিডিয়াতে।সম্প্রতি একটি ছবি পোস্ট করলেন পিঙ্কি বন্দ্যোপাধ্যায় ইনস্টাগ্রামে। ছবিতে মা-ছেলেকে দেখা গেল শীতের পোশাকে। গালে গাল ঠেকিয়ে, আদুরে ছবিখানা দিলেন তিনি সামাজিক মাধ্যমে। ক্যাপশনে লিখলেন, ‘জেমস বন্ড’।ছবিটি প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে যায়। বন্যা বয়ে যায় কমেন্টের।

 

View this post on Instagram

 

A post shared by Pinky Banerjee (@banerjee7787)


একজন কমেন্টে লিখলেন, ‘তোমার সাক্ষাৎকার দেখে বিশ্বাস করো তোমার প্রেমে পড়ে গেছি। তোমাকে সান্ত্বনা দেবো না তাতে তোমাকে অসম্মান করা হবে। শুধু বলব, সেদিন তোমার থেকে অনেক কিছু শিখলাম । তুমি ভালো থেকো।’ আরেকজন লিখলেন, ‘নিজের সঙ্গে, নিজের কাজের সঙ্গে, নিজের সন্তানের সঙ্গে কখনও ডিভোর্স হয় না। আমরা জন্মাই, তাই আমাদের বিয়ে হয়। তবে বিয়ে হওয়ার জন্য আমাদের জন্ম হয় না।’

গত জানুয়ারিতে কাঞ্চনের সঙ্গে বিচ্ছেদের পর আপাতত পুত্র ওশকে নিয়ে আলাদা থাকছেন পিঙ্কি। একই সঙ্গে চলছে তাঁর ইউটিউব চ্যানেলের কাজ ও ধারাবাহিক, থিয়েটার।

পিঙ্কির এই পোস্টের মাধ্যমে বোঝা যাচ্ছে যে তিনি বিতর্ক থেকে দূরে থাকতে চান এবং কাজের প্রতি মনোযোগ দিতে চান।

Back to top button