বিনোদন
কাজলের দেবী তৈরি হলো অন্যের গল্প চুরি করে
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজলকে এবার প্রথম লার্জ ব্যারেল শর্ট ফিল্মস এ দেখা যাচ্ছে ।এই প্রথম কোনো স্বল্পমেয়াদি ছবিতে অভিনয় করতে দেখা যাবে কাজলকে।ছবিটি সম্প্রতি ইউটিউব চ্যানেলে প্রকাশ ও পেয়েছে।এই সিনেমায় আরও অভিনয় করেছেন নেহা ধূপিয়া, শ্রুতি হাসান প্রমুখ।তবে এই ছবিটি নিয়ে অনেকে প্রশংসা উঠলেও,এই ছবির গল্প নিয়ে কথা উঠছে নানারকমের।বাঙালি পরিচালক প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়ের শর্ট ফিল্ম ‘দেবী’র সঙ্গে মিল রয়েছে ‘ফোর’র।এবং অভিষেক রাই অভিযোগ করেন, গত ২ বছর আগে ‘ফোর’ নামে একটি সাড়ে পাঁচ মিনিটের শর্টফিল্ম তৈরি করা হয়েছিল। সেখানে ভাওরিদেবী ধর্ষণকাণ্ড, নির্ভয়া কাণ্ড এবং আসিফা ধর্ষণ কাণ্ডের কথা উঠে আসে। ওই শর্টফিল্ম মুক্তির পরই লার্জ শর্ট ফিল্মস ইউটিউবে প্রকাশ করে ‘দেবী’।