বিনোদন

‘এটা যদি বলিউড হতো, এই প্রশ্নটা কি শুনতে হতো?’ ট্রোলারদের একহাত নিলেন সৌমিতৃষা কুন্ডু

সৌমিতৃষা কুণ্ডু বর্তমানে টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। তার অভিনীত ধারাবাহিক “মিঠাই” একসময় TRP তালিকায় শীর্ষস্থানে ছিল। ধারাবাহিকের চরিত্র মিঠাই দর্শকদের মন জয় করে নিয়েছিল। মিঠাই চরিত্রে সৌমিতৃষার অভিনয় প্রশংসিত হয়েছিল।

সৌমিতৃষা কুণ্ডু তার অভিনয়ের জন্য বেশ কয়েকটি পুরস্কারও পেয়েছেন। তিনি “মিঠাই” ধারাবাহিকের জন্য বেঙ্গল টেলিভিশন অ্যাওয়ার্ডস-এ সেরা অভিনেত্রী পুরস্কার পেয়েছেন।

সৌমিতৃষা কুণ্ডু তার অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে থেকে যেতে চান। তিনি বিভিন্ন চরিত্রে অভিনয় করতে চান। তিনি বলেন, “দর্শকদের আশা-প্রত্যাশা যখন এক ধাক্কায় অনেকটা বেড়ে যায়, তখন অভিনেতা-অভিনেত্রীদের দায়িত্বও অনেকগুণ বেড়ে যায়।”

সৌমিতৃষা কুণ্ডু বর্তমানে “মিঠাই” ধারাবাহিকের পাশাপাশি “সাংসদ” ছবিতে অভিনয় করছেন। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন টলিউডের সুপারস্টার দেব।

“সাংসদ” ছবির ঘোষণার পর থেকেই সৌমিতৃষা কুণ্ডুর উচ্চতা নিয়ে আলোচনা শুরু হয়। অনেকে বলেন, সৌমিতৃষা দেবের থেকে অনেক ছোট, তাই তারা একসাথে ভালো লাগবে না।

সৌমিতৃষা কুণ্ডু এই প্রসঙ্গে বলেন, “আচ্ছা বলুন তো এটা যদি বলিউড হতো, এই প্রশ্নটা কি শুনতে হতো? জয়া বচ্চন অমিতাভ বচ্চন, রানি মুখোপাধ্যায় অভিষেক বচ্চন ছবি করেননি? তাঁদেরও কি এমন প্রশ্নের মুখে পড়তে হয়েছিল? আমার মতে এই সবটার উত্তরই সময় দিয়ে দেয়। কে কার পাশে কেমন, সেটা একমাত্র পর্দায় তাঁদের পাশাপাশি দেখলেই বোঝা যায়। ফলে ভাল লাগা খারাপ লাগার মন্তব্যগুলো যদি আমরা কাজটা দেখে করি, তাহলে আমার মনে হয় সমালোচনার গ্রহণযোগ্যতা থাকে। নিজেকে যদি প্রমাণ করা যায়, তবে রাতারাতি এমন অনেক ট্রোলারে মুখই বন্ধ করা যায়। তাই আমি বিশ্বাস করি কাজটা করে যাও। সত্যি বলছি আমি একেবারেই ভাবিনি যে বয়সের ফারাক, কিংবা উচ্চতার তফাতটা আদপে কোনও বিষয়। রসায়নটার প্রতি যত্নশীল হতে হয় বলেই আমি শিখেছি। সেই চেষ্টাই করেছি।”

সৌমিতৃষা কুণ্ডুর এই কথার মাধ্যমে বোঝা যায় যে, তিনি একজন দক্ষ এবং আত্মবিশ্বাসী অভিনেত্রী। তিনি নিজের কাজের মাধ্যমে সমালোচকদের মুখ বন্ধ করতে চান।

Back to top button