উন্মোচন হল সাংসদ-অভিনেতা দেবের মোমের মূর্তি, কোথায় গেলে দেখা যাবে এই মূর্তি?
টলিউডের সুপারস্টার দেব এবং তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মোমের মূর্তি উন্মোচিত হল আসানসোলে। আসানসোলের ওয়াক্স মিউজিয়ামে এই দুই মূর্তিটি স্থাপন করা হয়েছে।
দেবের মোমের মূর্তি তৈরি করতে সময় লেগেছে প্রায় দুই মাস। মূর্তির উচ্চতা প্রায় ৬ ফুট। মূর্তিটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে বিশেষ ধরনের সিলিকন। মূর্তিটিতে দেবের চোখ, নাক, মুখের ভঙ্গিমা সবই অত্যন্ত নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
দেব আসানসোলে এসেছিলেন তাঁর আসন্ন সিনেমা “খাদান”-এর প্রোমোশনে। সেই সফরেই তিনি নিজের মোমের মূর্তি উন্মোচন করলেন।
মূর্তির গায়ে সাদা রঙের টি-শার্ট, সঙ্গে নীল জিন্সের জ্যাকেট। বুকে গোঁজা আছে সানগ্লাস। দেব এদিন গিয়েছিলেন হলুদ রঙের পাফার জ্যাকেট পরে। মোমের মূর্তিটি দেখে আপ্লুত স্বরে অভিনেতা-সাংসদ বলে উঠলেন, “আমি শব্দ হারিয়ে ফেলেছি।”
ভাস্কর সুশান্ত রায়ের তৈরি এই মূর্তি দেখার জন্য দর্শকদের ভিড় জমেছে ওয়াক্স মিউজিয়ামে।
কোথায় গেলে দেখা যাবে দেবের মোমের মূর্তি
দেবের মোমের মূর্তি দেখার জন্য আপনাকে যেতে হবে আসানসোলের ওয়াক্স মিউজিয়ামে। এই মিউজিয়ামটি আসানসোলের বিনোদন পার্ক এলাকায় অবস্থিত। মিউজিয়ামটি সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে।