বিনোদন

“আমি সেই মানুষটা আর নেই…”, গান ছেড়ে ক্রিকেট ব্যাট হাতে অনুপম, বিয়ের পর পেশা পরিবর্তন?

পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী পুরুলিয়ায় দোলের আগে ঘুরে এলেন। বিয়ের পর বিদেশ ভ্রমণ করেছিলেন তারকা দম্পতি। অন্যদিকে অনুপম রায় ক্রিকেট খেলার ভিডিও শেয়ার করেছেন।রবিবারের অলস দুপুরে পরমব্রত-পিয়া পুরুলিয়ার লাল মাটিতে পলাশ ফুলের মাঝে দিনটা কাটালেন।তাদের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।

অনুপম নীল রঙের টি-শার্ট পরে হাতে ক্রিকেট ব্যাট তুলেছেন।খেলার মাঠে একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন।ভিডিও শেয়ার করে ভার্চুয়াল হাততালি ভর্তি হয়ে গিয়েছিল অনুপমের ইনস্টাগ্রামে।নেপথ্য সঙ্গীত হিসেবে বাজছিল, “আমি সেই মানুষটা আর নেই…”।

 

View this post on Instagram

 

A post shared by Anupam Roy (@aroyfloyd)

পিয়া-পরমব্রত বিয়ে করেছেন ২৭ নভেম্বর, ২০২৩।পিয়ার সঙ্গে অনুপমের দাম্পত্যজীবন বেশ কয়েক বছরের।তারা আলাদা হয়ে যান এবং পিয়া বিয়ে করেছেন অনুপমেরই কাছের বন্ধু পরমব্রতকে।অনুপম ২ মার্চ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সু-গায়িকা প্রশ্মিতা পালকে বিয়ে করেছিলেন।

Back to top button