‘আমি এখন আর কাউকেই…’, বম্বে গিয়ে ডেটিং অ্যাপের ফাঁদে প্রিয়াঙ্কা! ‘Didi No-1’ জানালেন প্রিয়াঙ্কা
‘দিদি নম্বর ওয়ান’-এর সাম্প্রতিক পর্বে অতিথি হিসেবে এসেছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য। মুম্বইতে কাজের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে তিনি বলেন, “কলকাতায় থাকাকালীন মনে হতো কাউকে বিশ্বাস করা যায় না। কিন্তু বম্বে যাওয়ার পর মনে হচ্ছে আর কাউকেই বিশ্বাস করা যায় না!”
রচনা বন্দ্যোপাধ্যায়-এর সাথে আড্ডায় প্রিয়াঙ্কা আরও বলেন, “এখানে আমি টিন্ডার সম্পর্কে জানতাম, কিন্তু বাম্বল সম্পর্কে জানতাম না। বম্বে গিয়ে জানতে পারলাম ওটা কী। একজনকে জিজ্ঞেস করলাম ওখানে কী হয়, উত্তর পেলাম লোকজন ডেট করে।”
রচনা প্রশ্ন করেন, “তাহলে ওখানে কি নাম লিখিয়েছো?”
প্রিয়াঙ্কার উত্তর, “না না। বাবা বলে দিয়েছে মুম্বই গিয়েছে মানে তোমার সঙ্গে মিটার লেগে গেছে। ওটা সমানে ঘুরছে এবং বাড়ছে। তাই ওসব কান্নাকাটি, দুঃখে কষ্টে টাইম ওয়েস্ট চলবে না। তাই এখন কাজ কেরিয়ারে ফোকাস করছি। আর অন্য কিছু নয়। পরিবারের লোকজন ছাড়া কাউকে বিশ্বাস করি না।”
View this post on Instagram
প্রিয়াঙ্কার এই মন্তব্য নিয়ে নেটমাধ্যমে বিতর্ক শুরু হয়েছে। অনেকে মন্তব্য করেছেন যে মুম্বই ও দিল্লি দুই শহরেই মানুষকে বিশ্বাস করা কঠিন। আবার অনেকে প্রিয়াঙ্কার কথা সমর্থন করে বলেছেন যে পরিবারের বাইরে কাউকে বিশ্বাস করা ঝুঁকিপূর্ণ।
‘দিদি নম্বর ওয়ান’ বাংলার অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো। রচনা বন্দ্যোপাধ্যায়ের সঞ্চালনায় এই শো সোমবার থেকে শনিবার বিকেল ৫টা এবং রবিবার রাত ৮টায় সম্প্রচারিত হয়।