বিনোদন

আমিরের সঙ্গে চুম্বনের দৃশ্য, ২৪বছর পর যা বললেন অভিনেত্রী কারিশ্মা

বলিউডের জনপ্রিয় তারকা আমির খান ও কারিশ্মা কাপুর।আমির ও কারিশ্মা অভিনীত ১৯৯৬সালে মুক্তি পেয়েছিলো রাজা হিন্দুস্তানী ছবি।ওই ছবিতে আমির-কারিশ্মার চুম্বনের দৃশ্য সেই সময় এতটা হইচই ফেলেছিলো যে ভক্তদের নজর কেড়ে নেয়।কিন্তু সেই দৃশ্যের শ্যুটিং অভিজ্ঞতা কেমন ছিল দুই তারকার?

সম্প্রতি এই নিয়ে ২৪বছর পর মুখ খুললেন বলিউড অভিনেত্রী কারিশ্মা কাপুর।কারিশ্মা কাপুর বলেন যে, ‘ওই দৃশ্যের শ্যুটিং হয়েছিল শীতে ।এমনকি ওই সময় আমাদের অনেক কষ্ট করতে হয়েছে।যা আজও ভুলতে পারিনি ।ওই ছবির চুম্বন দৃশ্যের জন্য টানা তিন দিন ধরে শ্যুটিং চলছিল।আমাদের মনের অবস্থা যে কি হচ্ছিলো সেটা আমরাই জানি।’

এমনি কারিশ্মা আরো বলেন, ‘আমরা মনে মনে ভাবছিলাম কবে যে এই চুম্বনের দৃশ্য শেষ হবে।প্রচন্ড ঠান্ডার মধ্যে শরীরে বরফ ঠান্ডা জল তার উপর স্টর্ম ফ্যানের পাগল করা হাওয়া। সেই চুম্বনের দৃশ্যের শুটিং চলতো সকাল ৭টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত । তখন এক অন্য যুগ ছিল। তখন কাজের ধরনও একেবারে আলাদা ছিল।’

Back to top button