বিনোদন

‘আমার তো ছাপা শাড়ি নেই…’, শোভনের অনুপ্রেরণাতেই রাজনীতিতে পা রাখা! মুখ খুললেন বৈশাখী

লোকসভা ভোটের ঘণ্টা বেজে গেছে। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। দিল্লির মসনদে ফের বিজেপি বসবে, নাকি অন্য কোনও দল এবার ভোটে করবে বাজিমাত, তা জানতে মুখিয়ে জনগণ।

কিন্তু বাংলার মানুষের মনে মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে: শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়, এই দুই জনপ্রিয় ব্যক্তিত্ব কি আসছেন তৃণমূলে?

শোভন, একসময় মমতার খুব কাছের ছিলেন। ভু বোঝাবুঝিতে দল ছাড়েন। মাঝে ঘুরে এসেছেন বিজেপি থেকে, বৈশাখীকে সঙ্গে নিয়ে। কিন্তু সেখানে মাসখানেই বিজেপি পদত্যাগ করেন। তৃণমূলের অন্দরের খবর, লোকসভা ভোটের আগে শোভন ও বৈশাখী দুজনেই যোগ দেবেন তৃণমূলে।

সম্প্রতি দৃষ্টিভঙ্গি-কে দেওয়া এক সাক্ষাৎকারে রাজনীতিতে আসা নিয়ে মুখ খুললেন বৈশাখী। তিনি বলেন, সারাজীবন সৎভাবে চাকরি করতে চেয়েছিলেন। কখনও ইচ্ছেও ছিল না রাজনীতিতে আসার। কিন্তু ‘সৎ থাকতে গিয়েই’ জড়িয়ে পড়েন রাজনীতিতে।

শোভন তাকে অনুপ্রাণিত করেছেন বলে স্বীকার করেন বৈশাখী। শোভন বারবার বলতেন, “তুমি পারবে।”

একটি ঘটনার স্মৃতিচারণও করেন বৈশাখী। ঘরে ঘরে ভোট প্রচারে গিয়েছিলেন কোনও এক গ্রামে। শোভনকে জিজ্ঞেস করেছিলেন, “আমার তো ছাপা শাড়ি নেই, কী পরব?” শোভনের উত্তর ছিল, “যা পরো তাই পরবে। তুমি তুমি হয়েই যাবে।”

বৈশাখী জানান, গ্রামের মানুষ তাকে আপন করে নেয়। বাড়ি থেকে হাতে করে নিয়ে আসতে থাকে ছোটখাটো নানা উপহার। তখনই তিনি বোঝেন, মানুষের হয়ে কাজ করার মর্ম।

২৪-এর রাজনৈতিক লড়াই নিয়েও কথা বলেন বৈশাখী। তিনি বলেন, “এটা একটা বড় যুদ্ধ।”

শোভনের সক্রিয় রাজনীতিতে ফিরে আসা নিয়ে বৈশাখী বলেন, “এখনও যখন বাংলার কোথাও ঘুরতে যাই, দেখি ও কী সুন্দর চিনতে পারছে। জানতে চাইছে, তোর মেয়ের চোখে অপারেশন হল, তোর কাকা ভালো আছে? ওর আসলে মাটির মানুষদের সঙ্গে যোগাযোগ খুব ভালো। আমি তাই চাই এবারের ভোটে ও কিছু একটা দায়িত্ব পাক।”

তবে শোভন-বৈশাখীর পরবর্তী পদক্ষেপ কী হবে, তা এখনও স্পষ্ট নয়।

Back to top button