অস্কারের ট্রফি কী দিয়ে তৈরি, এর মূল্য কত জানেন? জানলে চমকে যাবেন
ঘোষণা হয়ে গেল বছরের সবচেয়ে আকাঙ্খিত ও মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার ‘অস্কার।’ আর সবার প্রত্যাশা পূরণ করে এ বছর ৯৬তম অস্কারে সেরা চলচ্চিত্রের অস্কার ঘরে তুলেছে ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহাইমার।’ সেরা অভিনেতার অস্কার পুরস্কার ঘরে তুলেছেন সিলিয়ান মারফি। সেরা পরিচালকের অস্কার পেয়েছেন ক্রিস্টোফার নোলান।
বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু চলচ্চিত্র অঙ্গনের সবচেয়ে দামি ও মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কার। বছরজুড়ে বিশ্বের কোটি কোটি চলচ্চিত্র অনুরাগী প্রতীক্ষায় থাকে এই দিনটির জন্য। কার হাতে উঠবে সেরার পুরস্কার, কে জিতবেন সোনালি সেই ট্রফিটা! এই অপেক্ষা আর জল্পনা কল্পনাই চলে বছরজুড়ে। তবে অস্কার নিয়ে তুমুল উৎসাহ উদ্দীপনা থাকলেও অনেকেই এই পুরস্কারের পেছনের বেশকিছু ইতিহাস হয়তো জানেন না।
তবে কেউ কেউ আবার ব্যাপক আগ্রহ নিয়েই জানতে চান অস্কারের আদ্যোপান্ত। তাই আজকে অস্কারময় দিনে মর্যাদাপূর্ণ এই অ্যাওয়ার্ড সম্পর্কে রইল কিছু গুরুত্বপূর্ণ তথ্য।
অস্কারের ট্রফি তৈরিতে ব্যস্ত কারিগর
অস্কার পুরস্কারের বিশেষ কিছু নিয়ম সম্পর্কে খুব কম মানুষই জানেন। এর মধ্যে একটি হল বিজয়ীকে পুরষ্কার দেওয়ার আগে তাকে একটি বিশেষ চুক্তিতে সই করানো হয়।
এই চুক্তিতে একটি বিশেষ শর্তের উল্লেখ করা হয়েছে। ট্রফিটি কেবল তাকেই দেওয়া যেতে পারে যে এটি শর্ত পূরণ করবে। যদি কেউ এই শর্ত মানতে অস্বীকার করে, তবে তাকে পুরস্কার দেওয়া হয় না এবং যদি কেউ এই নিয়ম লঙ্ঘন করে, তবে অস্কার একাডেমির আইনি দল সরাসরি সেই ব্যক্তিকে ফোন করে এবং ব্যবস্থাও নেয়। ঘটনা গুরুতর হলে হাজতবাস পর্যন্ত হতে পারে!
মুলত সম্মানসূচক হিসেবে দেওয়া হলেও অস্কারের সোনালি ট্রফিটি বিক্রি করা যাবে না, এমন নিয়মই আছে। এমতাবস্থায়, বিজয়ীর সঙ্গে একটি চুক্তি সই করা হয় যে তিনি ট্রফিটি বিক্রি করবেন না। অনেক সময় মানুষ ট্রফি বিক্রি করে টাকা জোগাড় করার চেষ্টা করে।
অস্কারের ট্রফিটি পুরোটাই সোনার তৈরি, এমনটাই ভ্রান্ত ধারণা মানুষের। এটি মুলত ব্রোঞ্জ থেকে তৈরি করা হয়। ব্রোঞ্জের তৈরি ট্রফিটিতে ২৪ ক্যারেট সোনার প্রলেপ থাকে। এটি ১৩.৫ ইঞ্চি লম্বা এবং এর ওজন হয় ৮.৫ পাউন্ড। অবাক করার মতো বিষয় হচ্ছে, এই ট্রফিটি তৈরি করতে ব্যবহৃত উপাদানটি নাসাতে ব্যবহৃত হয় তাদের ডিভাইসগুলির জন্য। বাণিজ্য ওয়েবসাইট ওয়ালেটহাবের প্রতিবেদন অনুসারে, এটি তৈরি করতে মোট খরচ হয় ৪০০ ডলার ।
এ বছর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় লস অ্যাঞ্জেলেসের হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে ১০ মার্চ রাতে শুরু হয় পুরস্কার বিতরণ। চলচ্চিত্রে ২০২৩ সালের সেরা কাজগুলোকে স্বীকৃতি দেওয়া হয়েছে এবারের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে। ৯৬তম অস্কারে ২৩টি শাখায় পুরস্কার দিয়েছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস।
গত বছরের মতো এবারও জাঁকজমকপূর্ণ অস্কার সঞ্চালনা করেছেন আমেরিকান টিভি তারকা জিমি কিমেল। এ নিয়ে চতুর্থবারের মতো এই দায়িত্বে দেখা গেছে তাকে। ওয়াল্ট ডিজনি কোম্পানির মালিকানাধীন এবিসি টেলিভিশন নেটওয়ার্ক বাংলাদেশসহ ২০০টিরও বেশি দেশে সরাসরি সম্প্রচার করেছে অনুষ্ঠানটি।