সৃজিতের সঙ্গে জয়া আহসান, মুখ খুললেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি
সৃজিত মুখোপাধ্যায়ের পূজার প্রজেক্ট ‘দশম অবতার’র লোগো প্রকাশ পেয়েছে। এই সিনেমার তারকার ছড়াছড়ি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্য থেকে জয়া আহসান। তবে জয়া আহসান নয়, এই ছবিতে মুখ্য নারী চরিত্রে অভিনয় করার কথা ছিল শুভশ্রী গাঙ্গুলীর।
প্রথমবার সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে কাজের সুযোগ পেয়েছিলেন শুভশ্রী। সেই উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। তবে গত মাসের শেষেই দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন নায়িকা। তারপর থেকেই শুরু হয়েছিল জল্পনা। তবে কি সৃজিতের ছবি থেকে সরে দাঁড়াবেন শুভশ্রী?
এরপরই সৃজিত জানিয়ে দিলেন শুভশ্রীর বদলে এই ছবিতে অভিনয় করবেন জয়া আহসান। একটা সময় সৃজিত-জয়ার প্রেম নিয়ে কমচর্চা হয়নি দুই বাংলার মিডিয়ায়। তাই ‘দশম অবতার’-এ জয়া অভিনয়ে সংযুক্তি উঠে আসে আলোচনার কেন্দ্রে।
টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে শুভশ্রী জানান, আমি চেয়েছিলাম ছবিটা করতে, কিন্তু সৃজিত কনফিটেন্ড ছিল না। আমাকে ওর সিদ্ধান্তকে সম্মান জানাতেই হত’। তবে এত বড় প্রোজেক্ট হাতছাড়া হওয়ার কোনও আফসোস নেই শুভশ্রীর।’
শুভশ্রীর ভাষ্য, ‘নিজের ভালোর জন্য জীবনে এমন অনেক বড় প্রোজেক্ট ছেড়েছি। আশাকরি সৃজিতের সঙ্গে ভালো ভালো কাজ হবে।’