বিনোদন

সুশান্ত-সারার সম্পর্ক ভেঙেছে কারিনা কাপুর, দাবি কঙ্গনার

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে একসময় বেশ গভীর সম্পর্ক ছিল সাইফ কন্যা সারা আলী খানের। সারা আলী খান সুশান্ত সিং রাজপুতের সঙ্গে ‘কেদারনাথ’ ছবিতে অভিনয় করেছিলেন।যদিও ওই সিনেমা দিয়েই বলিউডে অভিষেক ঘটেছে সারা আলী খানের।তবে সুশান্ত সিং রাজপুতের তার আগেই বলিউডে অভিষেক হয়েছে ।

‘কেদারনাথ’ ছবির সেট থেকেই নাকি একে ওপরের প্রেমে পরে সুশান্ত-সারা। সে সময় তাদের প্রেম নিয়ে বলিউডে বেশ গুঞ্জন ছড়ায়।তবে কখনোই এ নিয়ে মুখ খোলেননি সারা-সুশান্ত।এরপর বলিউড মাফিয়াদের চেইপ পরে সারা আলী খান সুশান্তের সঙ্গে ব্রেকাপ করে দেন বলে দাবি করেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত।

কঙ্গনার দাবি, ‘সারা সুশান্তের সম্পর্কে ভেঙেছে কারিনা কাপুর খান।কারণ কারিনা একটি টক শো-তে সারাকে বলেছিলেন- তোমার প্রথম সিনেমার নায়ককে ডেট কোরো না। এর পরই সাইফকন্যা সারা আলী খান সুশান্তের জীবন থেকে সরে যান এবং তারপরই সুশান্তের জীবনে আসে রিয়া চক্রবর্তী।’

Back to top button