বিনোদন

সিরিয়ালে কবে ফিরবেন মধুবনী? ‘আমি তো চাই মধুবনী ফিরুক’, মুখ খুললেন স্বামী রাজা গোস্বামী

রাজা এবং মধুবনী জুটি সিরিয়াল প্রেমীদের কাছে খুব জনপ্রিয়। ‘ভালোবাসা ডট কম’ -এর পর্দায় হাজির এই জুটি। এই জুটি শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও দর্শকদের পছন্দ। যদিও এরপর আর একসঙ্গে পর্দায় দেখা যায়নি দুজনকে। তারা একাধিক ধারাবাহিকে সাথে আলাদা আলাদা জুটি বেঁধেছেন তারা।

তবে এখন রাজাকে পর্দায় দেখা গেলেও দেখা যাচ্ছে না মধুবনী। বলা যায়, সন্তান জন্মের পর থেকেই পর্দা থেকে একেবারেই উধাও হয়ে গেছেন এই অভিনেত্রী। ফেরার খবর পেয়েও তিনি ফেরেননি। কবে ফিরবে মধুবনী? তার স্বামী উত্তর দিল

অভিনেতা রাজা গোস্বামীকে তার স্ত্রীর ফিরে আসার বিষয়ে একটি সাক্ষাত্কারে জিজ্ঞাসা করা হলে রাজা বলেন, “আমি তো চাই ও ফিরুক। প্রতিদিন আমি বলি কাজে ফিরতে। কিন্তু আমি কাজে চলে আসার পর ছেলে কেশবকে ওকেই একা সামলাতে হয়। আমার মা বলতেন সন্তান মানুষ করা অত সহজ নয়। মধুবনীকে দেখে এখন বুঝতে পারি। সত্যিই কঠিন। তবে কেশব একটু বড় হলে আমি আবার ওঁকে নিজেই ঠেলে কাজ করতে পাঠব। এছাড়াও নিজের ব্যবসা অর্থাৎ পার্লার ব্যবসায় মন দিয়েছেন”।

ছোট কেশব বড় বড় হলেই আমরা মধুবনীকে আবার ছোট পর্দায় দেখতে পাব। পর্দায় দেখতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে তার ভক্তদের।

Back to top button