সিদ্ধার্থের বাহুডোরে রোম্যান্টিক মেজাজে কিয়ারা, বর্ষবরণে পোস্ট করলেন ছবি
বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি কিয়ারা আডবানি এবং সিদ্ধার্থ মালহোত্রা নতুন বছরকে একসঙ্গে বরফের দেশে উদযাপন করেছেন। বিদেশ ভ্রমণে গিয়ে দুজনে একে অপরের সাথে রোমান্টিক মুহূর্ত কাটিয়েছেন।
কিয়ারা আডবানি তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। ছবিতে দেখা যাচ্ছে, সিদ্ধার্থের বাহুডোরে দাঁড়িয়ে বরফের দেশে স্কিয়িং করছেন কিয়ারা। দুজনেরই গায়ে গরম পোশাক এবং চোখে কালো চশমা রয়েছে।
ছবিটির ক্যাপশনে কিয়ারা লিখেছেন, “২০২৩- কৃতজ্ঞ হওয়ার জন্য ধন্য। ২০২৪- তোমার কথাই ভাবছি। শুভ নববর্ষ। ও কালো চশমা পরতে খুব ভালোবাসে, আমাদের কাছে ৪টে আছে।”
View this post on Instagram
কিয়ারা এবং সিদ্ধার্থের এই ছবিটি পোস্ট হওয়ার পর থেকেই ভাইরাল হয়ে গেছে। অনেকেই তাদের এই ছবিতে শুভেচ্ছা জানিয়েছেন।
প্রসঙ্গত, ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হন কিয়ারা এবং সিদ্ধার্থ। বিয়ের পর এই প্রথম একসঙ্গে নতুন বছর উদযাপন করলেন তারা।