বিনোদন

শুধু সুশান্ত নয়, ওড়না দিয়ে আত্মহত্যা করেছিলেন রেখার স্বামীও

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রেখার সৌন্দর্যে যেন মুগ্ধ একাধিক পুরুষ।রেখার সুন্দর লম্বা চুল, কালো হরিণ চোখ, মিষ্টি হাসি, সুন্দর চেহারা এই সব কিছুতেই যেন পাগল হয়ে যেত একাধিক পুরুষ মন।তবে এখন ৬৫বছর বয়সেও যেন রেখার চেহারা নজর করে দর্শকদের। কিন্তু জানেন কি, একসময় এই রেখাকে খুনি বলে তকমা দেওয়া হয়েছিল। কিন্তু কেন?

জানা যায়, বেশ কয়েকটি প্রেম ভেঙে যাওয়ার পর রেখা বিয়ে করেন মুকেশ আগারওয়ালকে। সেই সময় বহু পুরুষের মন ভেঙে গিয়েছিলো। তবে ভেঙে গেলেও তারা ভেবেছিলেন এবার হয়তো সুখে থাকবেন রেখা। কিন্তু সেটা আর হলো না। বিয়ের ৭মাস পর রেখার স্বামী মুকেশ আত্মহত্যা করেন। তাও আবার রেখার একটি ওড়না ফ্যানে লাগিয়ে গলায় ফাঁস দিয়েছিলেন মুকেশ।

ওই ঘটনার সময় নাকি রেখা ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে।সেই সময় যখন তার স্বামীর মৃত্যুর খবর পায় তখন রেখা ভীষণ ভেঙে পড়েন। কি করবেন বুঝতে পারেন না । কিন্তু তবুও মুকেশের মৃত্যুর জন্য দায়ী করা হয়েছিল রেখাকে। তারপর নাকি রেখার শ্বাশুড়ি রেখাকে ডাইনি বলেছিলেন। সেই সঙ্গে বলেছিলেন, এই ডাইনি আমার ছেলেকে মেরে ফেলেছে। শুধু তাই নয়, রেখার দেওর বলেছিলেন, রেখা কোনোদিনও মুকেশকে ভালোবাসতো না। রেখা শুধু টাকা চায় টাকা।

Back to top button