শুটিং শুরুর আগেই ১৫০ কোটির প্রস্তাব সালমান খানের!
জিত, যুদ্ধ, হার দিল জো পেয়ার কারেগা, মুঝছে শাদি কারোগি, জান-ই-মান ও কিক—এই ছয় সিনেমার পর সপ্তম সিনেমায় একসঙ্গে কাজ করছেন বলিউড সুপারস্টার সালমান খান ও প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা।
সেই সিনেমার নাম এরই মধ্যে সবাই জানে। ফরহাদ সামজি পরিচালিত ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’। যদিও পরে বিভিন্ন খবরে প্রকাশ, নাম পরিবর্তন করে সিনেমাটি এখন ‘ভাইজান’। বলিউডভিত্তিক সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, আগামী ১৫ মার্চ থেকে মুম্বাইয়ে শুরু হচ্ছে ‘ভাইজান’ সিনেমার শুট।
এবার পোর্টালটির বিশেষ খবর, শুটিং শুরুর আগেই সিনেমাটির ডিজিটাল ও স্যাটেলাইট স্বত্বের জন্য বিশাল অঙ্কের অর্থের প্রস্তাব পেয়েছেন সালমান খান ও সাজিদ নাদিয়াদওয়ালা।
একটি সূত্র বলিউড হাঙ্গামাকে জানায়, করোনা মহামারি শুরুর আগে সালমান খান ‘ভারত’ সিনেমার স্যাটেলাইট ও ডিজিটাল স্বত্ব বেচেছিলেন ১৩০ কোটিটাকাতে, যেটি সর্বোচ্চ। অ্যামাজন ও জি-র সঙ্গে প্রায় একই রেঞ্জে ‘দাবাং থ্রি’ সিনেমার চুক্তি সেরেছিলেন সালমান। মহামারিতে সব চিত্র পালটে গেছে। ডিজিটালে স্ট্রিমিংয়ের জন্য ‘সূর্যবংশী’ সিনেমা বিক্রি হয়েছিল ১৪০ কোটি টাকাতে। ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ সিনেমার স্যাটেলাইট ও ডিজিটাল স্বত্বের জন্য প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা ১৫০ কোটি টাকার প্রস্তাব পেয়েছেন।
সূত্রটি আরও জানিয়েছে, সালমান খান ও অক্ষয় কুমারের তিন দশকের ক্যারিয়ারে সব সময়ই তাঁদের সিনেমা টেলিভিশন রেটিংয়ে ভালো অবস্থানে।
‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ সিনেমায় সুপারস্টার সালমান খানের সঙ্গে রোমান্স করবেন ৩১ বছর বয়সি দক্ষিণ ভারতীয় অভিনেত্রী পূজা হেজ। অবশ্য পূজা এখন বলিউডে নিয়মিত। এই প্রথম সালমানের নায়িকা হতে চলেছেন পূজা। এর আগে দিশা পাটানির মতো তরুণ অভিনেত্রীর সঙ্গে রোমান্স করতে দেখা গেছে দাবাং খানকে, এবার পূজার পালা।
সালমান খান ও পূজা হেজ ছাড়াও সিনেমাটিতে দুই ভাই জহির ইকবাল, ভেঙ্কটেশ ও অসীম রিয়াজকে দেখা যাবে। আগামী বছরের ঈদে এই অ্যাকশন ড্রামা মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছেন নির্মাতারা।