বিনোদন

শিমুলের জীবনে ফের আস্তে চলেছে বসন্ত, আবারো রেজিস্ট্রি করে পরাগকে বিয়ে, শতদ্রুর খাতা এবার বন্ধ

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কার কাছে কই মনের কথা’-য় নতুন মোড়!
শিমুলের বিয়ের সিদ্ধান্তে মধুবালা কাঁদতে কাঁদতে শিমুলকে সাজাতে নিয়ে যান বিপাশা। শিমুল স্পষ্ট করে বলে যে সে পরাগকে ভালোবেসে বিয়ে করছে না, বরং শুধু তার অনুরোধ রাখার জন্যই এই বিয়ে করছে।

সুচরিতা ও বিপাশা তাকে বুঝিয়ে বলে যে এটা একটা অনুষ্ঠান এবং ভালো করে সাজিয়ে বিয়ে করা উচিত। বিপাশা নিজের জীবনের কথা উল্লেখ করে বলে যে সে অনুষ্ঠানে সাজলেও মন থেকে আর কখনো সাজবে না।

শিমুলের মনে শতদ্রুর কথা ঘুরপাক খায় এবং সে ভাবে কতবার তাদের বিয়ে ভেঙেছে। বিপাশা তাকে বলে যে হয়তো তার ভাগ্যেই শতদ্রু নেই।

অন্যদিকে, পরাগকে সাজিয়ে তুলছে কয়েকজন ছেলে। তারা বলে যে পরাগ ভাগ্যবান যে শিমুলের মতো মেয়েকে আবার জীবনে পেয়েছে। পরাগ বলে যে সে খুব শীঘ্রই মারা যাবে।

এদিকে, রেজিস্ট্রি অফিসার এসে পৌঁছায় এবং বিয়ে সম্পন্ন হয়। সকলেই খুশি হয়।

কিন্তু প্রশ্ন থেকেই যায়, এবার কি সত্যিই জন্ম জন্মান্তরের জন্য বিয়েতে বাধা পড়ল পরাগ ও শিমুলের, নাকি তাদের জীবনে আবার ঝড় উঠবে?

আরও জানতে ‘কার কাছে কই মনের কথা’-র আগামী পর্ব দেখুন।

Back to top button