বিনোদন

রোহিত শর্মার কোচের কাছে গেলেন শাহিদ কাপুর, আসছে তার নতুন সিনেমা

বলিউডের সুপারস্টার শারুখ , সালমান ও আমির খানকে বলা হলেও অক্ষয় কুমারের পরে যদি ভরসা করার মতো তারকা থাকে তিনি হলেন শাহিদ কাপুর।তার অভিনয় ক্ষমতা নিয়ে কোনো প্রশ্ন নিও কারো। ‘কামিনে , ‘হায়দার’ যেমন তার সিনেমার তালিকায় রয়েছে তেমনি রয়েছে ‘বিবাহ’ ও ‘যাব ওই মেট’ তার সিনেমার তালিকায়।

সম্প্রতি ‘কবির সিং’ সুপারহিট হওয়ায় বলিউডের অনেকেই এক তার উপর ভরসা রেখে চলেছে। আর শাহিদ কাপুর সেরকম নিজের চরিত্র কে ফুটিয়ে তুলতে করছেন দিন -রাত পরিশ্রম।

শাহিদ কাপুর তার আগামী ছবি জেসি তে অভিনয় করার জন্য প্রস্তুতি নিচ্ছেন।তাই সিনেমাতে নিজের ক্রিকেট দক্ষতা ফুটিয়ে তোলার জন্য ভারতীয় তারকা ব্যাটসম্যান রোহিত শর্মার কোচের কাছে ট্রেনিং নেবেন তিনি।এর আগে এই চনিতে শেয়ারিং করার জন্যই তিনি ছুতে গেছেন বিভিন্ন রঞ্জি দলের কোচের কাছে।

নতুন এই ছবির পরিচালক গৌতম এই ছবি সম্পর্কে যাও জানিয়ে বলেছেন যে কিছুদিনের মধ্যেই ইংল্যান্ড থেকে ৮ জনের একটি বিশেষ অ্যাথলেটিক টিম আসবে শাহিদের লুক কে পাকাপাকি ভাবে সেট করার জন্য।

Back to top button