বিনোদন

রং খেলায় মেতেছেন শ্রাবন্তী থেকে শুরু করে আরো অনেক তারকাই, কিন্তু বাদ দেব, কারণ

দোল উৎসবে মেতেছেন সারা বিশ্ব।তার মধ্যে বাদ পড়লো না টালিউডও।রঙের ছোয়ায় মেতে রয়েছে গোটা টালিউড।আবার কেউ বা দোল উৎসব সীমাবদ্ধ রাখলেন নিজেদের ঘরেই। যেমন টালিউডের জনপ্রিয় দম্পতি জুটি রাজ-শুভশ্রী।তারা একান্ত ঘরোয়া ছবিতে দু’জনের মুখেই হালকা আবির।এই ছবি রাজ্ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।

এমনকি অভিনেত্রী শ্রাবন্তীও রং খেললেন নিজের বাড়ির লোকের সঙ্গেই। লাল আবির মেখে তিনি ছেলে ঝিনুকের সঙ্গে ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে।অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীও রং খেলায় মেতেছেন।জানা যায়, তিনিও নাকি সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছেন।আর এইদিকে টালিউডের আরেক অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।তিনিও এদিন রং খেলার জন্য সাদা রঙের শাড়ি বেঁচে নিলেন।এমনকি শুধু এরাই নয়, টালিউডের বাকি তারকারাও রং খেলায় মেতেছেন।

কিন্তু জানা যাচ্ছে, এই বছর রং খেলছেন না অভিনেতা দেব।কারণ, তিনি শুটিং করতে গিয়ে চোট পেয়ে আহত হোয়েন পড়েছেন।সেই কারণে নাকি তিনি রং খেলছেন না।তবে শুধু দেব একই নয়, এইদিকে রঙের থেকে দূরে রয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক।কারণ, তিনি অন্তঃসত্ত্বা।

Back to top button