মা কারিনা কাপুরের যে গুনে মুগ্ধ মেয়ে সারা আলী খান!
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সাইফকন্যা সারা আলী খান।বর্তমানে সারা তার অভিনীত ‘কুলি নম্বর ১’ ছবি নিয়ে ব্যাস্ত।আর এই ছবিতে সারার নায়ক হয়ে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা বরুন ধাওয়ানকে।তবে এরই মধ্যে সম্প্রতি Starry Nights Gen Y-এর একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সাইফকন্যা সারা আলী খান।
সেখানে গিয়ে নায়িকা সারা বলেন, ‘আমার পরিবারে আমার মা-বাবা দু’জনেই তারকা। কিন্তু আমার বড় হয়ে ওঠার সঙ্গে আমার মা বাবার মতো কোনো বড় ষ্টার হয়ে ওঠার কারণ যুক্ত নেই। কারণ আমার বাবা সাইফ সব সময়ই আমাকে পড়াশোনা নিয়ে চাপ দিত। আর আমার মা সব সময়ে শিখিয়েছিলেন কীভাবে মাটিতে পা রেখে চলতে হয়। তাই আজও নিজেকে স্টার বলে ভাবতে পারি না।‘
কিন্তু সৎ মা কারিনা কাপুর খানের সঙ্গে সারার সম্পর্ক ঠিক কেমন? সেই প্রশ্নের উত্তরে সারা আলী খান বলেন, ‘আমি মা করিনা কাপুর এবং তাঁর কাজকে বিষণ সম্মান করি। তিনি কাজকে সব সময়ে বেশি গুরুত্ব দেন। মা কারিনার কাজ করার ধরন আমাকে অনুপ্রাণিত করে। এমনকি আমি আগামীদিনে মা কারিনার এই গুণ থেকে শিখতে চাই।’