বিনোদন

ভাইয়ের সঙ্গে বিকিনি পরে ছবি সারার, কটাক্ষ নেটিজেনদের

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সারা আলী খান।বলিউডের অভিষেকের পর বেশ কয়েকটি ছবি করে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন । এমনকি শুধু বলিউডেই নয় সোশ্যাল মিডিয়াতে বেশ জনপ্রিয় সারা। ভক্তদের সঙ্গে সব সময় যোগাযোগ রাখেন নানা ছবি পোস্ট করে ও নিজের অনুভূতি শেয়ার করেন।

কিন্তু এবার একটি ছবি পোস্ট করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন সাইফকন্যা সারা আলী খান। সারা তার ভাই ইব্রাহিম আলী খানের সঙ্গে বিকিনি পরা কয়েকটি ছবি পোস্ট করেছেন । সম্প্রতি ১৯ বছরে পা রেখেছেন ইব্রাহিম। তার জন্মদিন উপলক্ষে নাকি এই ছবি পোস্ট করেন সারা ।কারণ, ভাইয়ের জন্মদিনে কাছে নেই তিনি । তাই ভাইকে মিস করে মালদ্বীপের পুরনো ছবি শেযার করেন তিনি । আর এই ছবি প্রকাশ্যে আসতেই সারাকে লাজলজ্জাহীন মহিলা বলে কটাক্ষ করতে শুরু করেন নেটিজেনরা।

এমনকি আবার কেউ কেউ বলতে শুরু করেন, সাইফকন্যা সারা লজ্জা কি বিক্রি করে দিয়েছেন? ভাইয়ের সঙ্গে কেউ এমন অশ্লীল ছবি তোলে। আবার কেউ কেউ বলছেন, ভাই-বোনের পবিত্র সম্পর্ককে নষ্ট করছেন সারা। যদিও এই নিয়ে এখনো পর্যন্ত মুখ খোলেননি সারা ।

Back to top button