বিনোদন

বিরতিতে সামান্থা রুথ প্রভু, ফিরিয়ে দিলেন প্রযোজকদের টাকা

অনেক দিন ধরেই ‘মায়োসাইটিস’ নামে বিরল রোগে আক্রান্ত দক্ষিণি তারকা সামান্থা রুথ প্রভু। অসুস্থতা নিয়েও অভিনয় করে গেছেন অভিনেত্রী। এখন আর অভিনয় করতে সায় দিচ্ছে না শরীর। তাই অভিনয় থেকে বিরতি নিচ্ছেন সামান্থা। খবর টাইমস অব ইন্ডিয়ার

সামান্থার সর্বশেষ মুক্তি পেয়েছে সিনেমা ‘শকুন্তলম’। অসুস্থতা নিয়েই এই সিনেমার শুটিং ও প্রচারণায় অংশ নিয়েছিলেন এই অভিনেত্রী।

এই সিনেমার কাজ প্রায় শেষ পর্যায়ে। এ ছাড়া হলিউডের ‘সিটাডেল’ সিরিজের ভারতীয় সংস্করণেও অভিনয় করছেন তিনি। এই দুটি কাজ শেষেই বিরতিতে যাবেন তিনি।

অভিনয় দিয়ে দর্শকের মনও জয় করেছেন। ‘পুষ্পা’ সিনেমার আইটেম গানে নেচে বাড়িয়ে ফেলেছিলেন নিজের জনপ্রিয়তাও।

কিন্তু এই সময় নিজের শরীরের যত্ন নিতে পারেননি এই অভিনেত্রী। তাই নিজের যত্ন নিতেই তাঁর এই বিরতি। এই সময় তিনি তাঁর শারীরিক উন্নতির জন্য চিকিৎসকের পরামর্শ মেনে চলবেন।

কয়েক বছর ধরেই টানা কাজ করে যাচ্ছেন সামান্থা। মাঝে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রেও গিয়েছিলেন। দেশে এসেই ছুটে গেছেন শুটিং সেটে। চালিয়ে গেছেন অভিনয়। এই সময় ঘুরেছিলেন দেশ-বিদেশে। কিন্তু আর নয়। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, এক বছর অভিনয় থেকে দূরে থাকবেন সামান্থা। আর এ কারণেই অন্য প্রযোজকদের কাছ থেকে নেওয়া অগ্রিম অর্থ ফিরিয়ে দিচ্ছেন অভিনেত্রী।

Back to top button