বিবাহবার্ষিকীতে জুড়ে যাবে ভাঙা সম্পর্ক! সূর্য-দীপার মিল দেখে রেগে কাতর মিশকা,ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’ আগাম পর্ব
বাংলা সিরিজের জগতে বর্তমানে একটি মাত্র সিরিজ চলছে আর তা হল সেরা বাংলা সিরিজ স্টার জলসা অনুরাগের ছওয়া। এখন এই সিরিজের দর্শকদের একটাই চাওয়া আর লুকিয়ে সুরজো-দীপের ম্যাচ দেখাবেন না। সূর্য দীপা প্রায় দেড় বছরেরও বেশি সময় ধরে মিশকি সাইটে বিচ্ছিন্ন।
তবে এখন নায়িকা সূর্য-দীপের পাশাপাশি তার দুই সুন্দরী কন্যা সোনা-রূপা এই ধারাবাহিকের দর্শকদের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছেন। দর্শকরা মনে করছেন, সেই সোনালি ও রূপার হাত ধরেই শেষ পর্যন্ত সৌরবাতি এক হয়ে আসছে। এই মুহূর্তে সিরিজের প্রতিটি পর্বই সাসপেন্সে ভরপুর। গত পর্বে, দর্শকরা দেখেছেন কীভাবে রূপা জানতে পেরেছেন যে সূর্য, অর্থাৎ। ঘন্টা ডাঃ. বাবু, তার নিজের বাবা।
এরপর দেখা গেল ছোট সোনা রুপা আবারও চতুরতার সাথে তার বাবা-মায়ের বিবাহ বার্ষিকীর দিনে তার বিয়ে সাজিয়েছে। দুটি মেয়ে সূর্য দীপার হাত ধরে থাকা এই দৃশ্যটি দেখে দর্শকদের চোখও চওড়া হয়ে যায়। নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না সেনগুপ্ত পরিবারের সদস্যরাও। এমন বুদ্ধি যে সোনা-রূপার মাথায় খেলে যাবে তা কেউ ভাবতেও পারেনি।
কিন্তু সূর্য দীপাকে বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে সবাইকে চমকে দেন সোনা রুপা। এই পর্বে অনেকদিন পর দর্শকরা আবার সূর্য দীপাকে কাছে আসতে দেখল। বিবাহবার্ষিকীর দিনে বাড়ির পুজোর সময় ফের একবার হাত ধরলেন সেনগুপ্ত পরিবারের বড় ছেলে ও বড় স্ত্রী।
দর্শকরা এ দৃশ্য দেখে উত্তেজিত হয়ে পড়েন। সিরিজের পরবর্তী অংশ ইতিমধ্যেই ফাঁস হয়ে গেছে। এখান থেকে জানা যায়, পরের পর্বে মিশকাকে বারবার সূর্যের ফোনে কল করতে দেখা যাবে।
এরপর সে বুদ্ধি করে লাবণ্যর ফোন থেকে মিশকাকে একটা ভিডিও কল করে তাকে ভালো করে কথা শুনিয়ে তার জায়গা বুঝিয়ে দিয়ে বলবে যে সে এখনো সূর্যের বিবাহিত স্ত্রী এবং সেনগুপ্ত বাদে বড় বউ।