বিনোদন

বিদ্যা বালানের ‘নিয়ত’ কি হলিউড সিনেমার কপি? শুরু হয়েছে বিতর্ক

চার বছর পর রুপালি পর্দায় ফিরছেন অভিনেত্রী বিদ্যা বালান। ছবির নাম ‘নিয়ত’। অভিনেত্রীকে দেখা যাবে গোয়েন্দা চরিত্রে। ছবির ট্রেলার প্রকাশ পেয়েছে বৃহস্পতিবার। ট্রেলার দেখে অনেকেই মনে করছেন হলিউড সিনেমা ‘নাইভস আউট’-এর অনুকরণ করে বানানো হয়েছে এই সিনেমা।

‘নিয়ত’ পরিচালনা করেছেন আনু মেনন। এ ছবিতে বিদ্যাকে দেখা যাবে খুনের রহস্য খুঁজে বের করতে। ট্রেলারে দেখা গেছে এক ধনী ব্যক্তি তার পুরো পরিবারকে নিজের জন্মদিনের ডিনারে আমন্ত্রণ জানায়। জন্মদিনের অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে একটি বিচ্ছিন্ন পুরোনো বাড়িতে। রাতের শেষের দিকে সেই ব্যক্তিকে পাওয়া যায় মৃত অবস্থায়। সবাই আত্মহত্যা মনে করলেও গোয়েন্দা বিদ্যা দাবী করেন এটি খুন। তিনি পরিবারের সব সদস্যকেই সন্দেহের চোখে দেখেন। কিন্তু আসল খুনি কে? এই প্রশ্ন রেখে শেষ হয় ট্রেলার।

বিদ্যা বালানের স্থানে ড্যানিয়েল ক্রেইগ এবং রাম কাপুরের স্থানে ক্রিস্টোফার প্লামারকে কল্পনা করলে এই ছবিটিকে ‘নাইভস আউট’-ই মনে হবে, এমনটাই বলছেন নেটিজেনরা। ক্রিস ইভানসের মতো এখানে একজন দেরীতে প্রবেশকারীও রয়েছে। শুধু ‘নাইভস আউট’-এর কেয়ার টেকারের চরিত্র, যেটিতে অ্যানা ডি আরমাস অভিনয় করেছিলেন, সেটি এই ট্রেলারে দেখা যায়নি। তাই ছবিতে আছে কিনা তা স্পষ্ট নয়।

এর আগেও গোয়েন্দা চরিত্রে দেখা গিয়েছিল বিদ্যাকে। ‘ববি জাসুস’ ছবিতে গোয়েন্দা চরিত্রে অভিনয় করেছিলেন বিদ্যা। এছাড়াও ‘কাহানী’, ‘টিন’, ‘শেরনি’-তে রহস্য খুঁজে বের করার চেষ্টা করতে দেখা গেছে অভিনেত্রীকে।

‘নিয়ত’-এ বিদ্যার পাশাপাশি দেখা মিলবে রাম কাপুর, রাহুল বোস, নীরজ কবি, অমৃতা পুরী, শাহানা গোস্বামী, নিক্কি ওয়ালিয়া, দীপান্বিতা শর্মা, প্রজক্তা কোলি, দানেশ রাজভির মতো অভিনেতাদের। আগামী ৭ জুলাই মুক্তি পাবে ‘নিয়ত’।

Back to top button