বিনোদন

বলিউডের সিনেমায় সুযোগ পেলেন এই বাঙালি নায়িকা! সিনে জগতে চলছে জল্পনা

অনেক আগেই একবার জানা গিয়েছিলো যে নুসরাত ফারিয়া অভিনয় করতে চলেছেন বলিউড নায়ক ইমরান হাশমির সাথে। কিন্তু সেই খবর পরে আর সত্যি হয়ে ওঠেনি। এবার আবার সেই একই খবর ছড়িয়ে পড়েছে সীনে দুনিয়াতে। বাংলাদেশের এই নায়িকা ইতিমধ্যে টলিউডে জিৎ ও অঙ্কুশের সাথে কাজ করে বেশ জনপ্রিয় হয়ে গেছেন।কিছুদিন আগেই তিনি বাংলদেশের সুপারস্টার শাকিব খানের সাথেও অভিনয় করেছেন।

এবার আর টলিউড নয় শোনা যাচ্ছে তিনি কাজ করতে চলেছেন বলিউড ইন্ডাস্ট্রিতে।আর এই সম্পর্কে তিনি নিজেই এক সাক্ষাৎকারে দিয়েছেন তার আভাস। তিনি ওই সাক্ষাৎকারে বলেন ‘‘মুম্বাই গিয়েছিলাম। আজই দেশে ফিরেছি। সেখানে একটি সিনেমার লুক টেস্ট দিয়ে এসেছি। যেহেতু কিছু চূড়ান্ত নয় তাই এ নিয়ে এখনই বলতে চাই না। দেখা যাক কী হয়।’

নুসরাত ফারিয়া বাংলাদেশের পাশাপাশি কলকাতা ইন্ডাস্ট্রিতেও একটি পরিচিত নাম। এখন তিনি বাংলাদেশের একটি সিনেমায় ব্যস্তই আছেন। এরপর যদি তার বলিউডে সুযোগ হয় তাহলে সেটা হবে তার প্রথম বলিউড ছবি ।

Back to top button