বিনোদন

বলিউডের সবচেয়ে বড় বাজেটের সিনেমায় অভিনয় করতে চলেছেন অজয় দেবগন!

৫৩ বছরে পা রাখা বলিউড তারকা অজয় দেবগন বড় পর্দায় আসছেন ২৯ এপ্রিল। সিনেমার নাম ‘রানওয়ে ৩৪’; সত্য ঘটনা দ্বারা অনুপ্রাণিত সিনেমাটিতে অভিনয়ের পাশাপাশি পরিচালনা ও প্রযোজনা করেছেন এই সুপারস্টার।

নতুন খবর হচ্ছে, আরও একটি সিনেমা পরিচালনা ও প্রযোজনার প্রস্তুতি নিচ্ছেন অজয়। যেটি হতে যাচ্ছে বলিউডের ইতিহাসে সবচেয়ে বড় বাজেটের সিনেমাগুলোর একটি।

বলিউডভিত্তিক পোর্টাল বলিউড হাঙ্গামাকে একাধিক সূত্র জানিয়েছে, সিনেমাটির বাজেট হতে যাচ্ছে প্রায় ৪০০ কোটি। পৌরাণিক কাহিনিতে নির্মিতব্য এই সিনেমার শুটের পরিকল্পনা আছে ২০২৩ সালের শেষধাপে; থাকবে বেশি মাত্রায় ভিএফএক্স। প্রি-প্রোডাকশনের কাজ এক বছরেরও বেশি সময় ধরে চলবে, এই সময়ে অজয় দেবগন তাঁর হাতে থাকা কাজগুলো শেষ করবেন।

সবশেষ অজয় দেবগনের ‘রুদ্র’ ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে ডিজনি প্লাস হটস্টারে, যা সাড়া ফেলেছে ওটিটি দুনিয়ায়। এ ছাড়া অজয় অভিনীত বহুল আলোচিত অ্যাকশনধর্মী সিনেমা ‘আরআরআর’ বিশ্ব বক্স অফিসে ঝড় তুলেছে। মুক্তির মাত্র সাত দিনে সিনেমাটির বক্স অফিস সংগ্রহ দাঁড়িয়েছে ৭১০ কোটি (গ্রস)।

Back to top button