বিনোদন

প্রসেনজিতের নায়িকা থেকে সোজা বাংলা সিরিয়ালের পার্শ্বচরিত্র! মা-পিসিমা চরিত্রে অভিনয় করেও ভক্তদের মন জিতেছেন মৌমিতা

মৌমিতা চক্রবর্তী হলেন একজন ভারতীয় অভিনেত্রী যিনি ৯০ দশকে টলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী ছিলেন। তিনি রঞ্জিত মল্লিক, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অভিষেক চট্টোপাধ্যায়ের মতো অভিনেতাদের সাথে কাজ করেছেন। তিনি বেশ কয়েকটি হিট ছবিতে অভিনয় করেছেন, যার মধ্যে রয়েছে “জননী”, “অগ্নিশপশম” এবং “আকাশ ছোঁয়া ভালোবাসা”।

মৌমিতা চক্রবর্তী মডেলিং করতে করতে অভিনয় জগতে পা রেখেছিলেন। তিনি যোগমায়া দেবী কলেজের ছাত্রী ছিলেন। সেখানে পড়া শেষের পর শাড়ির বিজ্ঞাপনের জন্য সুযোগ পেয়ে যান। বেশ কিছু দিন মডেলিং করার পর তিনি ‘জননী’ সিরিয়ালে অভিনয়ের সুযোগ পেয়ে যান। এরপর তিনি পর পর দুটো সিরিয়ালে অভিনয় করে বড়পর্দায় পা রাখেন।

তারপর থেকে তিনি রঞ্জিত মল্লিক, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অভিষেক চট্টোপাধ্যায়ের মতো অভিনেতাদের সাথে অভিনয় করেন। যদিও মৌমিতা চক্রবর্ত্তীর কথায় তিনি পরিচালকদের কাছে প্রচুর বকুনি খেয়েছে অভিনয়ের জন্য এমনকি মার পযন্ত খেয়েছেন। তবে তার মতে তখন কার সময়ে পরিচালকরা ছিলো মাস্টার মশায়ের মত।

এই ভাবে তিনি প্রায় টানা ১০-১২ তিনি বড় পর্দায় অভিনয় করার পর তিনি এই টলিউড জগৎ থেকে হারিয়ে যান। যদিও এই প্রসঙ্গে মৌমিতা জানিয়েছেন একটি ভুল সম্পকে জড়িয়ে পড়ার কারণে তার এই অভিনয় ক্যারিয়ারে ভাটা পড়ে যায়। যদিও বর্তমান তিনি একজন বিবাহিত।

অভিনেত্রীর কথায় তিনি একজন ভালো বর পেয়েছেন ভালো সংসার পেয়েছে তাই এখন আর তার কোনো আক্ষেপ নেই। এমনকি তিনি এখন মা, কাকিমা, পিসিমার চরিত্রে অভিনয় করেন তাতেও নাকি অভিনেত্রীর কোনো অভিযোগ নেই। তার মতে ৪০ বছর বয়সে তিনি নায়িকার চরিত্রে অভিনয় আশাও করেননা।

তিনি ২০১৩ সালে জীবনের সব ঝর ঝাপটা পেরিয়ে স্টার জলসা ধারাবাহিক বোঝেনা সে বোঝেনা দিয়ে আবার ছোটপর্দায় কাজ করা শুরু করেন। তবে ইতিমধ্যেই তিনি একের পর সিরিয়ালে কাজ করছেন। বর্তমানে তিনি স্টার জলসা (Star Jalsha) -র সন্ধ্যাতারা (Sandhyatara) নামে একটি ধারাবাহিকের নায়িকার মায়ের চরিত্রে অভিনয় করছেন।

মৌমিতা চক্রবর্তী একজন পরিশ্রমী অভিনেত্রী। তিনি তার কাজের প্রতি নিষ্ঠাবান। তিনি তার অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন। তিনি একজন সফল অভিনেত্রী।

Back to top button