বিনোদন

পরিণীতি বাদ, রণবীরের নায়িকা হতে চলেছেন রাশমিকা

পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা ঘোষণা করেছেন, ‘অ্যানিমেল’ সিনেমায় থাকছেন দক্ষিণ অভিনেত্রী রাশমিকা মান্দানা। পরিণীতি চোপড়ার বিদায়ের পর নির্মাতা রাশমিকাকে টিমে নিয়ে এসেছেন।

তিনি রণবীর কাপুরের বিপরীতে কাজ করবেন। এই ছবিতে আরও অভিনয় করবেন অনিল কাপুর, ববি দেওলসহ অনেকে।

গত বছর ‘অ্যানিমেল’ ছবির একটি ভিডিও প্রকাশ হয়। তাতে অভিনেতা অভিনেত্রীর নাম ছিল। সেখানে অভিনেত্রী হিসেবে তালিকায় ছিলেন পরিণীতি চোপড়া। তবে শিডিউলজনিত সমস্যায় তিনি এই ছবিটি থেকে সরে গেছেন।

সেই ভিডিও প্রকাশের সময় আভাস মিলেছিল, দর্শকের মধ্যে প্রত্যাশা জাগিয়েছে ছবিটি। এবার রণবীর-রাশমিকাকে কেন্দ্র করে সেই আগ্রহ আরও যেন বেড়েছে।

ক্রাইম ড্রামা ঘরানার সিনেমাটি ২০২৩ সালের ১১ আগস্ট মুক্তি পাবে। তাই শিগগিরই সিনেমার শুটিং শুরু করবেন পরিচালক।

Back to top button