নারী দিবসে নারীদের নিয়ে যে বিশেষ বার্তা দিলেন মিমি চক্রবর্তী
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী।তিনি দর্শকদের অনেক সুপারহিট ছবি উপহার দিয়ে তাদের মনে জায়গা করে নিয়েছেন।এমনকি তিনি শুধু টালিউডের বেশ জনপ্রিয় নন, সোশ্যাল মিডিয়ায়তেও বেশ জনপ্রিয় তিনি।প্রায়ই তিনি নানা ছবি, ভিডিও পোস্ট করে ভক্তদের নজর কেড়ে নেন।তবে এবার মিমি চক্রবর্তী নারী দিবসে নারীদের নিয়ে এক বিশেষ বার্তা দিলেন।
মিমি জানান, “সমাজের জন্য মহিলারা যুগ যুগ ধরে অনেক কিছু করে আসছেন।আজ সমাজ যে অবদানে দাঁড়িয়ে আছে তা কিন্তু কেবল নারীদের জন্যই ।তাই নারীদের সম্মান করাটা সকলের কর্তব্য ।গায়ের রং, সৌন্দর্য্য, রোগ না মোটা, এই সব কিছু দিয়ে নাড়িদের বিচার করা যায়না।তাদের কাজ দিয়ে বিচার করা উচিত।নারীরা সবাই সুপারস্টার।সব নারীই ‘দশভুজার’ মতো শাক্তিশালী।তাই নারী দিবসে সকলকে শুভেচ্ছা।”
এমনকি শুধু তাই নয়, টালিউডের জনপ্রিয় নায়িকা মিমি মেয়েদের সর্বতো ভাবে এগিয়ে নিয়ে যেতে অনেক রকম প্রকল্প নিয়েছেন । তার মধ্যে আছে শক্তি, সুকন্যা। সোনারপুর এলাকায় মেয়েদের আত্মরক্ষার জন্য মিমির উদ্যোগে শুরু হয়েছে এক বিশেষ ক্যাম্প।