বিনোদন

দিদি ঋদ্ধিমার জন্মদিনে একসঙ্গে হাজির রণবীর-আলিয়া, নাচে মেতে উঠলেন কাপুর পরিবার!

প্রয়াত অভিনেতা ঋষি কাপুর কন্যা ঋদ্ধিমা কাপুরের ৪০তম জন্মদিনে হাজির হয়েছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। তবে অন্যদিকে বাদ পড়েননি মা নিতু সিংও। ঋদ্ধিমার জন্মদিন পার্টিতে রণবীর, আলিয়া, নিতু সিং, কারিনা কাপুর খান, কারিশমা কাপুর থাকলেও এবার যেন নেই বাবা ঋষি কাপুর।

এই বিশেষ দিনটিতে ঋদ্ধিমা যেন তার বাবা নেই বলে মন খারাপ না করেন সেজন্য কাপুর পরিবার ও ঋদ্ধিমার বন্ধুরা মিলে একটি ভিডিও তৈরী করেছেন। এমনকি জনপ্রিয় গান আপ জ্যায়সা কোয়ি মেরি জিন্দগি মেঁ আয়ে গানের সঙ্গে কাপুর পরিবারের সকলকে নাচ করতে দেখা যায়। তবে সেখানে মূল আকর্ষণ ছিল নিতু সিং। মেয়ের জন্মদিন পার্টিতে নাচে মেতে উঠেন নিতু। সেই সঙ্গে রণবীর-আলিয়া।

এমনকি মেয়ে ঋদ্ধিমার জন্মদিন উপলক্ষে ইনস্টাগ্রামে এক মন ছোয়া বার্তা দেন নিতু। যেখানে তিনি লেখেন, ‘ও আমার কাছে ছোটোই আছে।কিন্তু গত কয়েকমাসে আমি যেন ওকে একেবারে অন্য রূপে দেখেছি। ও আমার ওপর করা নজর রেখেছিলো। আমরা একসঙ্গে কেঁদেছি, একসঙ্গে হেসেছি। এমনকি গেমও খেলেছি। তবে যদিও বেশিরভাগ সময় ও আমার কাছে হেরে গিয়েছে। ওর মতো আর কেউ হবে না।’

Back to top button