‘ক্যাটরিনাকে বিয়ে করে অনেকের হৃদয় ভেঙেছি’, বললেন ভিকি কৌশল
দীর্ঘদিন চুটিয়ে প্রেমের পর ২০২১ সালের ৯ ডিসেম্বর বিয়ে করেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। ঢালিউড কুইনকে বিয়ে করে অনেকের হৃদয় ভেঙে দিয়েছেন ভিকি, এমনটিই জানালেন অভিনেতা।
ভারতের বিনোদনভিত্তিক ওয়েবসাইট পিঙ্ক ভিলাকে একটি সাক্ষাৎকারে ভিকি বলেন, যদি এমন কোনো মেয়ে থাকে যে আমার বিয়ে করার কারণে হৃদয় ভেঙে গেছে, তবে মনে রাখবেন— আমি কত হৃদয় ভেঙে ফেলেছি।
এমন কথা বলেই হেসে ফেলেন ভিকি। তিনি বলেন, ক্যাটরিনা আমার অনেক শূন্যতা পূরণ করেছে। আমরা যখন একসঙ্গে থাকি, তখন একই রকম ভাবি এবং যে কোনো সিদ্ধান্তে দুজনের মতামতকেই সমভাবে প্রাধান্য দিই।
একসময় তাদের জুটিকে নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি নিন্দুকেরা। তবে শত্রুর মুখে ছাই দিয়ে দিব্যি সংসার করছেন তারা।
বিয়ের আগে কখনো নিজেদের সম্পর্কের বিষয়ে জনসমক্ষে মুখ খোলেননি ভিকি বা ক্যাটরিনা কেউ-ই। বিয়ের পর বিভিন্ন সাক্ষাৎকারে দাম্পত্যের নানা গোপন কথা ফাঁস করেন তারা।