বিনোদন

এবার শাড়ি ও স্লিভলেস ব্লাউজে ভক্তদের নজর কাড়লেন এই বাঙালি অভিনেত্রী, (ভাইরাল ছবি)

সকলের পরিচিত এক নাম ‘ঝুমা বৌদি’ অর্থাৎ মোনালিসা।তিনি টেলিভিশন জগতে ঠিক যতটা জনপ্রিয় ঠিক তেমনি নেটদুনিয়াতেও বেশ জনপ্রিয় তিনি।কারণ, ধরতে গেলে প্রায়দিনই তিনি বোল্ড ছবি পোস্ট করে যুবকদের নজর কেড়ে নেন।এমনকি তিনি সবসময় আলোচনার কেন্দ্রে থাকতে পছন্দ করেন।কোনো বোল্ড ছবি হোক বা ভিডিওই হোক মোনালিসার থেকে আর বুঝি কোনো অভিনেত্রী জানেন না লাইমলাইটে কিভাবে থাকতে হয়।

আর এবারও বুঝি তার ব্যতিক্রম হলো না।সম্প্রতি তিনি এবার বেগুনি রঙের শাড়ি ও স্লিভলেস ব্লাউজ পরে ফটোশ্যুট করেছেন।তবে একটা দুটো নয় বরং অনেক ছবিতে পোজ দিয়েছেন তিনি।আর এই ছবি মোনালিসা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা সঙ্গে সঙ্গেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।

এমনকি হাজার হাজার লাইক পরে যায়।ভক্তরাও ‘ঝুমা বৌদি’ অর্থাৎ মোনালিসার সেই গুলিতে প্রশংসায় ভরিয়ে দেয়।তবে এবার প্রথম নয় এর আগেও এই ধরণের বেশ কিছু ছবি শেয়ার করে ভক্তদের নজর করেছিলেন তিনি।

Back to top button