বিনোদন

ইনস্টাগ্রামে আসলেন করিনা, এসেই দিলেন বড় চমক

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান।বলিউডে তিনি অনেক ছবিতে অভিনয় করে ভক্তদের নজর কেড়ে নিয়েছেন।তবে জানেন কি সোশ্যাল মিডিয়ায় কিন্তু ঠিক তেমন ভাবে অ্যাক্টিভ না কারিনা কাপুর খান? সম্প্রতি কারিনা কাপুর ইন্সটাগ্রামে অফিসিয়াল অ্যাকাউন্ট খুললেন।

জানা যায়, গত ৪মার্চ তিনি ইনস্টাগ্রামের অফিসিয়ালি অ্যাকাউন্ট খোলেন।এরই মধ্যে কারিনার ৫লাখ ছাড়িয়ে গিয়েছে ফলোয়ারের সংখ্যা।কালো ও সোনালী জ্যাকেট ও টাইটস পরে কারিনা প্রথম ছবি পোস্ট করেন।শুধু ছবি নয়,একটি ভিডিও পোস্ট করেছেন এই বলিউড অভিনেত্রী।সেই ভিডিওটিতে একটি কালো বিড়ালের ভূমিকা রয়েছে।আর ক্যাপশনে লেখা রয়েছে, ‘Coming soon…..’

এমনকি এও জানা গিয়েছে, মনীশ মালহোত্রা, মোহিত রাই, নিলোফার খুরেশি ও তানিয়া ঘাভেরির মতো কারিনার ঘনিষ্ঠরা পেজের প্রথম ফলোয়ার হন।এরপর সংখ্যাটা প্রায় বেড়েই চলেছে।

Back to top button