বিনোদন

অভিনেত্রীকে কোমল পানীয়ের সঙ্গে মাদক খাইয়ে ধর্ষণের চেষ্টা

ইন্ডিয়ান টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী হলেন রেশমি দেশাই।তিনি যখন টেলিভিশনে পা রাখেন তখন তার বয়স মাত্র ১৬বছর।কিছুদিন আগে তাকে বিগবস এ দেখা যায়।এবার বিগবস থেকে বেরিয়ে কাস্টিং কাউচের কথা স্বীকার করলেন.

সংবাদমাধ্যমে তিনি জানিয়েছিলেন,অভিনয় জগতে পা রাখার পর তিনি যখন প্রথম অডিশন দিতে সুরোজ নামে এক ব্যক্তি তার বাড়িতে হাজির হওয়ার কথা বলেন।সেদিন সেখানে গিয়ে তিনি কোনো ক্যামেরা দেখতে পাননি।এমনকি অন্য কেউও সেদিন সেখানে হাজির ছিলেন না।রেশমি বার বার সুরজকে প্রশ্ন করছিলেন,যে কেউ নেই কেন কিন্তু প্রশ্নের কোনো উত্তর পাননি।

ঠিক তারপরেই সুরোজ রেশমিকে কোমল পানীয়ের মধ্যে মাদক মিশিয়ে তাকে খাওয়ানোর জন্য জোর করেন সুরোজ।এরপরই ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন অভিনেত্রী।সেদিন কোনোক্রমে সুরজের বাড়ি থেকে বেরিয়ে নিজেকে রক্ষা করেন রেশমি। ওই ঘটনার পরদিন সুরজের বাড়িতে গিয়ে সোজা তাকে থাপ্পড় কষান রেশমির মা। ক্যারিয়ারের এত বছর পর এবার জীবনের গোপন কথা প্রকাশ্যে আনলেন রেশমি দেশাই।

Back to top button