কাকে বিয়ে করছেন সিদ্ধার্থ? অবশেষে প্রকাশ্যে এলো গোপন খবর
বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খানের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ১৩’ শেষ হয়ে গিয়েছে।এই শো চলাকালীন অনেক প্রতিযোগী এসেছেন আবার অনেক প্রতিযোগী বেরিয়েও গিয়েছেন।এই শো থেকেই অনেক অভিনেতা অভিনেত্রী জনপ্রিয় হয়ে উঠেছেন।আর এদের মধ্যে অন্যতম হলেন সিদ্ধার্থ শুল্কা ও শেহনাজ গিল।
এমনকি জানা যায়, এই শো চলাকালীন নাকি নানা জন নানা জনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন।আবার এই নিয়ে বিতর্কও কম হয়নি।তবে এদের থেকে একেবারেই আলাদা সিদ্ধার্থ ও শেহনাজ।এই শো-এ নাকি শেহনাজ সকলের সামনে সিদ্ধার্থকে অনেকবার ভালোবাসার কথা জানিয়েছেন।কিন্তু তা সত্ত্বেও নাকি সিদ্ধার্থ বারবার বলেছেন, আমি শেহনাজকে ভালো বন্ধু বলে মনে করি।এই নিয়ে তাদের মধ্যে ঝড়গাও কম হয়নি।তবে এখন এই শো শেষ।
আর এরই মধ্যে সম্প্রতি লাইভে এসে অনুরাগীদের সঙ্গে কথোপকথন সারলেন অভিনেতা সিদ্ধার্থ।সেখানে সিদ্ধার্থকে বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে সিদ্ধার্থ জানান, একসময় না একসময় বিয়েতো অবশ্যই করতে হবে।কিন্তু এখনো সেই মেয়েটিকে পায়নি যাকে আমি জীবনসঙ্গী করতে পারবো।যদি পেয়ে যাই তাহলে নিশ্চই জানবেন।