বিনোদন

বিয়ের ১ মাস পূর্তিতে ঠোঁটে ঠোঁট রেখে আদুরে চুম্বন নেহা-রোহনের, মুহূর্তে ভাইরাল ভিডিও

অবশেষে নানা জল্পনার শেষে বিয়েটা করেই ফেলেছেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর।কিন্তু নেহা যে বিয়ে করেছেন এই কথা কেউ বিশ্বাসই করতেও পারছিলেন না। কারণ, কয়েকমাস আগে উদিত নারায়ণের ছেলে আদিত্য নারায়নের সঙ্গে নেহা মিথ্যে বিয়ের নাটক করেছিলেন। সেই সঙ্গে বিয়ের আড়ালে তারা দুজনে মিলে একটি মিউজিক ভিডিও লঞ্চ করেছিলেন। তাই এবারে নেহা সত্যি বিয়ে করেছে কিনা এই নিয়ে সন্দেহ ছিল। আজ নেহা-রোহনের বিয়ের এক মাস পূরণ হলো।

আর তাই তো বিশেষ এই দিয়ে ঠোঁটে ঠোঁট রেখে অদূরে চুম্বন নেহা রোহনের। যা দেখে মুগ্ধ হয়ে যান নেটিজেনরা । ভিডিওটি ভাইরাল হয়ে যায় মুহূর্তের মধ্যে। ওই ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গিয়েছে, নেহাকে সারপ্রাইজ দিয়েছেন রোহন যা দেখে রীতিমতো চমকে গেছেন গায়িকা। হাতে বেলুন নিয়ে ঘরের ভিতর প্রবেশ করছেন নেহা ও রোহন। এরপর এক পা দু পা করে রোহন ও নেহা দুজনেই জানালার পাশে গিয়ে গাঢ় চুম্বনে মজেছেন।

এই ভিডিওটি পোস্ট করে নেহা ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের বিয়ের একমাস। ধন্যবাদ রোহন ও তার পরিবারকে আমাকে এত ভালবাসা দেওয়ার জন্য। আমি খুব খুশি।’ অন্যদিকে বিয়ের এক মাস পূর্তি উপলক্ষে রোহনপ্রীত সিংও একটি ছবি তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ভিডিওটি পোস্ট করেছেন এবং ক্যাপশনে লিখেছেন, ‘হ্যালো আমার সুন্দরী পুতুল। দেখতে দেখতে আমাদের বিয়ের একমাস হয়ে গেল, আমি ভাবতেই পারছি না যে তুমি শুধু আমার। তোমাকে অনেক ভালবাসি, আমার জীবন।’

 

View this post on Instagram

 

A post shared by Rohanpreet Singh (@rohanpreetsingh)

Back to top button