বিনোদন

‘মেয়ের বাবার পরিচয় লাগবেনা, ওর জন্য আমি আছি’, বললেন জনপ্রিয় অভিনেত্রী

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী নীনা গুপ্তা ও ক্রিকেট কিংবদন্তী ভিভ রিচার্ডসের সম্পর্কের কথা তো প্রায় সবাই জানা।দীঘদিন প্রেম করেছে তারা দুজনে।এমনকি তাদের একটি কন্যা সন্তানও রয়েছে কিন্তু তা সত্ত্বেও নীনাকে বিয়ে করেননি ক্রিকেটার ভিভ রিচার্ডস।কারণ ক্রিকেটার তার প্রথম পক্ষের স্ত্রীকে ডিভোর্স দিতে পারেননি।তারপর অভিনেত্রী নীনা তার মেয়েকে একাহাতে বড় করে তুলেছেন।কিন্তু জানেন কি অনেক কষ্ট করে নীনা তার মেয়েকে বড় করে তুলেছেন, সেই সময় তার চলার পথ মোটেও সহজ ছিল না?

আর এই নিয়ে সম্প্রতি একটি সাক্ষাৎকারে মুখ খুললেন নীনা।তিনি জানিয়েছেন, ‘মাত্র দুবছর আমাকে অনেক কষ্টে আমার মেয়েকে নিয়ে কাটাতে হয়েছে।তারপর আমার বাবা চলে আসে ও আমার মেয়েকে দেখাশোনা করেন ।তবে শুধু মেয়েকে একা নয় পাশাপাশি আমার দেখাশোনা করতো বাবা।

এরপর অভিনেত্রী নীনাকে প্রশ্ন করা হয়, বিয়ে না করে সন্তানের জন্ম দেওয়াটা কতটা কঠিন ছিল? এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী নীনা গুপ্তা বলেন যে, বিয়ে না করে সন্তান নেওয়াটা কোনো কঠিন ছিল, তবে কঠিন ছিল মেয়ে মাসাবাকে বড় করে তোলা।এমনকি আমাকে অনেক পুরুষই বলেছিলেন আমি তোমায় বিয়ে করে মাসাবার পিতৃপরিচয় দিতে চাই।কিন্তু আমি তাদের কখনই বলেনি আমি বিয়ে করতে রাজি।কারণ আমি চেয়েছিলাম আমার জন্যই যাতে মাসাবা বড় হয়ে ওঠে। ওর আর কারো দরকার নেই।আমি যেতটুকু রোজগার করি তাতে ওর কোনোরকম সমস্যা হবে না।

Back to top button