বিনোদন

হানি-ইপ্সিতার ‘ফার্স্ট কিস’ ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়, দুর্দান্ত গতিতে ভাইরাল ভিডিও

সম্প্রতি জনপ্রিয় ভারতীয় পপ গায়ক হানি সিং -এর ‘ফার্স্ট কিস’ নামক একটি নতুন গানের ভিডিও প্রকাশিত হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই গানটিতে হানি সিংয়ের সাথে গান করেছেন বলিউডের নতুন গায়িকা ঈপ্সিতা।
আর সেই গানই এখন ইন্টারনেট দুনিয়ায় তুলেছে ঝড়।

টি সিরিজের ব্যানারে গানটি মুক্তি পেয়েছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবে। টি সিরিজের ব্যানারে মুক্তি পাওয়া গানটি গত ২৪ ঘন্টায় ভিউ হয়েছে ৩০ লক্ষের বেশি। জানা গেছে গানটি প্রযোজনা করেছেন হানি সিং নিজেই। গানটি লিখেছেন হানি সিং, লিল গোলু, হোমি দিল্লিওয়ালা ও সিংহস্তা।আর গানের মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন ডিরেক্টর গিফটি।

বিনোদন জগতে হানি সিং এক জনপ্রিয় নাম। তিনি সংগীত পরিচালক, গীতিকার, পপ গায়ক, সংগীত প্রযোজক এবং চলচ্চিত্র অভিনেতা হিসেবে তুমুল জনপ্রিয়। তার ঝুলিতে রয়েছে বলিউডের চার্টবাস্টার একাধিক গান।

Back to top button