সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে হ্যান্ডসাম থাকার গোপন রহস্য ফাঁস করলেন জিৎ
টলিউডের জনপ্রিয় ও হ্যান্ডসাম হিরো হলেন জিৎ। জিৎ টলিউডে প্রথম ছবি থেকেই জয় করে নিয়েছেন মানুষের মন। শুধু দর্শকদের মন জয় নয় বাক্স অফিসেও তার ছবি প্রায় করে বাজিমাত। যখনি জিৎ পর্দায় নতুন ছবি নিয়ে আসেন তখনি ফ্যানেদের মধ্যে পরে যায় আলোড়ন।
সম্প্রতি কোরআন অবহেও টলিউড সুপারস্টার জিৎ মিমিকে সাথে নিয়ে গিয়ে লন্ডন থেকে বাজি সিনেমার শুটিং সেরে ফিরেছেন। আর সেই ছবির ট্রেইলার ইতিমধ্যে সারা ফেলেছে।
জিৎ এর ইন্সট্যাগারমে চোখ রাখলে দেখা যায় আজকাল জিৎ বিভিন্ন কায়দায় বিভিন্ন ভিডিও পোস্ট করে চলছেন যা ফ্যানেদের মধ্যে বেশ প্রশংসনীয় হয়ে উঠছে।
কিন্তু টলিউড সুপারস্টার জিতের হ্যান্ডসাম থাকার আসল রহস্য কি ? সেই প্রশ্নের উত্তর দেওয়ার পরিবর্তে জিৎ আপলোড করেছেন একটি ভিডিও আর সেই ভিডিওর মাধ্যমেই তিনি বুঝিয়ে দিলেন তার হ্যান্ডসাম থাকার আসল রহস্য।নিয়মিত মন দিয়ে জিম করলেই হট ও হ্যান্ডসাম থাকা সম্ভব! আর এবার সেরকমই একটি জিম করার ভিডিও পোস্ট করি জিৎ ক্যাপশনে লিখেছেন মানডে মোটিভেশন।
View this post on Instagram