সুখবর! আবিষ্কার হলো করোনা ভাইরাসের ওষুধ, দাবি করে জানালো নামি ওষুধ সংস্থা
চীনের উহান প্রদেশ থেকে করোনা ভাইরাসের সূত্রপাত। এরপর প্রতিদিনিই ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে এই ভাইরাস।ইতিমধ্যে এই ভাইরাসে আক্রান্ত হয়ে চীনের সরকারি হিসেবে অনুযায়ী মারা গেছেন ৩০০০ জনের বেশি। আক্রান্ত হয়েছেন প্রায় ৬৫০০০ মানুষ।
এরকম পরিস্তিথিতে করোনা ভাইরাসের আক্রমণ প্রতিহত করতে জাপান এগিয়ে গেলো কয়েক ধাপ। জাপানের একটি ঔষধ সংস্থা এমনটি দাবি করেছে। সেই কোম্পানিটি হলো তাকেদা ফার্মাসিউটিক্যাল কোম্পানি। সেই কোম্পানি দাবি করেছে, যারা গুরুতর অবস্থায় করোনা ভাইরাসে আক্রান্ত, তাদের ঔষধে করোনায় আক্রান্তরোগীরা রোগীরা পুরোপুরি সুস্থ হয়ে উঠবে।
উলেখ্য হলো, এই ঔষধ আগামী ৯ থেকে ১৮ মাসের মধ্যে বাজারে আসতে চলেছে । এই ঔষষধ তৈরীতে ব্যবহার করা হয়েছে প্লাজমা ভিত্তিক থেরাপি। অর্থাৎ, করোনা ভাইরাসে যারা আক্রান্ত হয়েছে, তাদের শরীর থেকে এন্টিবডি সংগ্রহ করে ঔষধ তৈরী হচ্ছে। তারা মূলত এই কারণেই জানাচ্ছে যে এই ঔষধের দ্বারা করোনায় আক্রান্তরোগীরা পুরোপুরি সুস্থ হয়ে উঠবে।